আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩১৫০
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৫০. হযরত আবু উমামা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার উম্মাতের একদল লোক উত্তম খাদ্য, উত্তম পানীয় ও প্রমোদ বিলাসে রাত কাটাবে অথচ সকাল বেলায় তাদেরকে বানর ও শূকরে পরিণত করা হবে এবং তাদের মধ্যে যমীন ধসে যাওয়া এবং পাথরের বৃষ্টি শুরু হবে। সকাল বেলায় লোকেরা বলাবলি করবে, এই রাতে অমুক গোত্রের লোক যমীনে ধসে গেছে, অমুকের বাড়ী ধসে গেছে। আকাশ থেকে তাদের প্রতি এরূপ পাথরের বৃষ্টি বর্ষিত হবে, যেমনি কাওমে লূতের কোন কোন গোত্রের উপর ও বাড়ীর উপর বর্ষিত হয়েছিল। তাদের উপর উত্তপ্ত হাওয়া প্রবাহিত হবে, যেরূপ কাওমে লুতের উপর প্রবাহিত হয়ে তাদেরকে এবং তাদের বাড়ী-ঘর ধ্বংস করে দিয়েছিল। তাদের অপরাধ ছিল: মদ পান করা, রেশমী বস্ত্র পরিধান করা, নর্তকী লালন করা, সুদ খাওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং অরেকটি কথা বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং আরেকটি কথা বলেছেন, কিন্তু বর্ণনাকারী জা'ফর (র) তা ভুলে গেছেন।
(আহমাদ ও বায়হাকী বর্ণিত।)
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3150- وَتقدم حَدِيث أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يبيت قوم من هَذِه الْأمة على طعم وَشرب وَلَهو وَلعب فيصبحون وَقد مسخوا قردة وَخَنَازِير وليصيبنهم خسف وَقذف حَتَّى يصبح النَّاس فَيَقُولُونَ خسف اللَّيْلَة ببني فلَان وَخسف اللَّيْلَة بدار فلَان وليرسلن عَلَيْهِم حِجَارَة من السَّمَاء كَمَا أرْسلت على قوم لوط على قبائل فِيهَا وعَلى دور ولترسلن عَلَيْهِم الرّيح الْعَقِيم الَّتِي أهلكت عادا على قبائل فِيهَا وعَلى دور بشربهم الْخمر ولبسهم الْحَرِير واتخاذهم الْقَيْنَات وأكلهم الرِّبَا وَقَطِيعَة الرَّحِم وخصلة نَسِيَهَا جَعْفَر

رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩১৫০ | মুসলিম বাংলা