আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩১৪৯
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৪৯. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: আমাকে স্বপ্নে দেখান হল যে, আমি জান্নাতে প্রবেশ করেছি এবং আমি জান্নাতে সর্বোচ্চ শিখরে দরিদ্র মুহাজির এবং মু'মিনদের (অপ্রাপ্ত বয়স্ক) সন্তানদের দেখেছি। সেখানে অল্প সংখ্যকই ধনী ও মহিলাদের দেখেছি। আমাকে বলা হলঃ ধনীদের ব্যাপার হল, তাদেরকে জান্নাতের দরজায় হিসাব নেওয়া হচ্ছে এবং পরীক্ষা নেয়া হচ্ছে, আর মহিলাদের ব্যাপার হল, তাদেরকে দু'টি লাল বস্তু জান্নাত থেকে ফিরিয়ে রেখেছে। তা হলঃ সোনা এবং রেশমী।
(আবুশ শায়খ ইবনে হিব্বান এবং অন্যান্যরা উবায়দুল্লাহ যাহর থেকে, তিনি আলী ইবনে যায়িদ থেকে, তিনি কাসিম থেকে বর্ণনা করেন।)
(আবুশ শায়খ ইবনে হিব্বান এবং অন্যান্যরা উবায়দুল্লাহ যাহর থেকে, তিনি আলী ইবনে যায়িদ থেকে, তিনি কাসিম থেকে বর্ণনা করেন।)
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3149- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أريت أَنِّي دخلت الْجنَّة فَإِذا أعالي أهل الْجنَّة فُقَرَاء الْمُهَاجِرين وذراري الْمُؤمنِينَ وَإِذا لَيْسَ فِيهَا أحد أقل من الْأَغْنِيَاء وَالنِّسَاء فَقيل لي أما الْأَغْنِيَاء فَإِنَّهُم على الْبَاب يحاسبون ويمحصون وَأما النِّسَاء فألهاهن الأحمران الذَّهَب وَالْحَرِير الحَدِيث
رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان وَغَيره من طَرِيق عبيد الله بن زحر عَن عَليّ بن زيد عَن الْقَاسِم عَنهُ
رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان وَغَيره من طَرِيق عبيد الله بن زحر عَن عَليّ بن زيد عَن الْقَاسِم عَنهُ