আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩১৪৮
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৪৮. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী থেকে বর্ণিত। তিনি বলেছেন: ধ্বংস ঐ সকল মহিলাদের জন্য, যারা দু'টি রংয়ের বস্তু পরিধান করে। তা হল: সোনা এবং উজ্জ্বল রঙ্গীন (লাল) কাপড়।
(ইবন হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
(ইবন হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3148- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ويل للنِّسَاء من الأحمرين الذَّهَب والمعصفر
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه