আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩১৫২
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পুরুষের নারীর বেশ ধারণ ও নারীর পুরুষের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন এবং কথাবার্তা অথবা উঠা-বসায় একে অপরের অনুরূপ হওয়ার বিবরণ
৩১৫২. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) এমন সব পুরুষের উপর লা'নত করেছেন, যারা নারীদের অনুরূপ বেশ ধারণ করে এবং এমন সব নারীর উপরও লা'নত করেছেন, যারা পুরুষের অনুরূপ বেশ ধারণ করে।
(বুখারী, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজাহ বর্ণিত। হযরত ইমাম তাবারানীর (র)-এর কাছ দিয়ে কাঁধে ধনুক বহন করে পথ চলল। তিনি বললেন, এমন সব নারীর উপর আল্লাহর লা'নত, যারা পুরুষের অনুরূপ বেশ ধারণ করে এবং এমন সব পুরুষের উপরও লা'নত, যারা নারীদের অনুরূপ বেশ ধারণ করে। ইমাম বুখারী (র)-এর অন্য এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) হিজড়া পুরুষ এবং পুরুষের বেশধারী নারীদের উপর লা'নত করেছেন।
المخنث - এমন পুরুষ যে চালচলনে ও কথাবার্তায় নারীদের বেশ ধারণ করে, যদি সৃষ্টিগতভাবেই অনুরূপ হয়, তবে তার প্রতি অভিশাপ নেই।)
(বুখারী, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজাহ বর্ণিত। হযরত ইমাম তাবারানীর (র)-এর কাছ দিয়ে কাঁধে ধনুক বহন করে পথ চলল। তিনি বললেন, এমন সব নারীর উপর আল্লাহর লা'নত, যারা পুরুষের অনুরূপ বেশ ধারণ করে এবং এমন সব পুরুষের উপরও লা'নত, যারা নারীদের অনুরূপ বেশ ধারণ করে। ইমাম বুখারী (র)-এর অন্য এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) হিজড়া পুরুষ এবং পুরুষের বেশধারী নারীদের উপর লা'নত করেছেন।
المخنث - এমন পুরুষ যে চালচলনে ও কথাবার্তায় নারীদের বেশ ধারণ করে, যদি সৃষ্টিগতভাবেই অনুরূপ হয়, তবে তার প্রতি অভিশাপ নেই।)
كتاب اللباس
التَّرْهِيب من تشبه الرجل بِالْمَرْأَةِ وَالْمَرْأَة بِالرجلِ فِي لِبَاس أَو كَلَام أَو حَرَكَة أَو نَحْو ذَلِك
3152- عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ لعن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم المتشبهين من الرِّجَال بِالنسَاء والمتشبهات من النِّسَاء بِالرِّجَالِ
رَوَاهُ البُخَارِيّ وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَالطَّبَرَانِيّ وَعِنْده أَن امْرَأَة مرت على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم متقلدة قوسا فَقَالَ لعن الله المتشبهات من النِّسَاء بِالرِّجَالِ والمتشبهين من الرِّجَال بِالنسَاء
وَفِي رِوَايَة البُخَارِيّ لعن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم المخنثين من الرِّجَال والمترجلات من النِّسَاء
المخنث بِفَتْح النُّون وَكسرهَا من فِيهِ انخناث وَهُوَ التكسر والتثني كَمَا يَفْعَله النِّسَاء لَا الَّذِي يَأْتِي الْفَاحِشَة الْكُبْرَى
رَوَاهُ البُخَارِيّ وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَالطَّبَرَانِيّ وَعِنْده أَن امْرَأَة مرت على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم متقلدة قوسا فَقَالَ لعن الله المتشبهات من النِّسَاء بِالرِّجَالِ والمتشبهين من الرِّجَال بِالنسَاء
وَفِي رِوَايَة البُخَارِيّ لعن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم المخنثين من الرِّجَال والمترجلات من النِّسَاء
المخنث بِفَتْح النُّون وَكسرهَا من فِيهِ انخناث وَهُوَ التكسر والتثني كَمَا يَفْعَله النِّسَاء لَا الَّذِي يَأْتِي الْفَاحِشَة الْكُبْرَى