আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩১৪৪
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৪৪. হযরত খালীফা ইবনে কা'ব (রা)-কে খুতবা দেওয়ার সময় বলতে শুনেছি। তিনি বলেছেন: তোমাদের স্ত্রীগণকে রেশমের পোশাক পরিধান করাবে না। কেননা, আমি উমার ইবনে খাত্তাব (রা)-কে বলতে শুনেছি: রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা রেশমের পোশাক পরিধান করবে না। কেননা, যে ব্যক্তি দুনিয়াতে রেশমী পোশাক পরিধান করবে, সে আখিরাতে তা পরিধান করতে পারবে না।
(বুখারী, মুসলিম ও নাসাঈ বর্ণিত। অন্য বর্ণনায় নাসাঈ (র) বাড়িয়ে বলেন: "যে ব্যক্তি আখিরাতে তা পরতে পারবে না, বুঝা গেল সে জান্নাতী হবে না।")
(বুখারী, মুসলিম ও নাসাঈ বর্ণিত। অন্য বর্ণনায় নাসাঈ (র) বাড়িয়ে বলেন: "যে ব্যক্তি আখিরাতে তা পরতে পারবে না, বুঝা গেল সে জান্নাতী হবে না।")
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3144- وَعَن خَليفَة بن كَعْب رَضِي الله عَنهُ قَالَ سَمِعت ابْن الزبير يخْطب وَيَقُول لَا تلبسوا نساءكم الْحَرِير فَإِنِّي سَمِعت عمر بن الْخطاب رَضِي الله عَنهُ يَقُول قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تلبسوا الْحَرِير فَإِنَّهُ من لبسه فِي الدُّنْيَا لم يلْبسهُ فِي الْآخِرَة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ
وَزَاد فِي رِوَايَة وَمن لم يلْبسهُ فِي الْآخِرَة لم يدْخل الْجنَّة
قَالَ الله تَعَالَى ولباسهم فِيهَا حَرِير الْحَج 32
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ
وَزَاد فِي رِوَايَة وَمن لم يلْبسهُ فِي الْآخِرَة لم يدْخل الْجنَّة
قَالَ الله تَعَالَى ولباسهم فِيهَا حَرِير الْحَج 32