আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩১৪৫
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৪৫. হযরত উব্বা ইবন আমির (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) (তাঁর উম্মাতের পুরুষদের) অলংকার ও রেশমী পোশাক পরতে মানা করতেন এবং বলতেন, তোমরা যদি জান্নাতের অলংকার এবং রেশমী পোশাক পরতে চাও, তা হলে তোমরা দুনিয়াতে তা পরিধান করবে না।
(নাসাঈ ও হাকিম বর্ণিত। ইমাম হাকিম (র) বলেন: এই হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ্।)
(নাসাঈ ও হাকিম বর্ণিত। ইমাম হাকিম (র) বলেন: এই হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ্।)
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3145- وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يمْنَع أهل الْحِلْية وَالْحَرِير وَيَقُول إِن كُنْتُم تحبون حلية الْجنَّة وحريرها فَلَا تلبسوها فِي الدُّنْيَا
رَوَاهُ النَّسَائِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
رَوَاهُ النَّسَائِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا