আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩১৪৩
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পুরুষের রেশমের পোশাক পরা তার উপর বসা ও স্বর্ণের অলংকার ব্যবহারের প্রতি ভীতি প্রদর্শন এবং উপরোক্ত দু'টি মহিলাদের বর্জনের প্রতি অনুপ্রেরণা
৩১৪৩. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। সোনার আংটি পরিহিত এক ব্যক্তি নাজরান থেকে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এলো। রাসুলুল্লাহ (ﷺ) তার থেকে চেহারা ফিরিয়ে নেন এবং বলেনঃ তুমি আমার কাছে এমন অবস্থায় এসেছে যে, তোমার হাতে রয়েছে জ্বলন্ত আগুনের অঙ্গার।
(নাসাঈ বর্ণিত।)
كتاب اللباس
ترهيب الرِّجَال من لبسهم الْحَرِير وجلوسهم عَلَيْهِ والتحلي بِالذَّهَب وترغيب النِّسَاء فِي تَركهمَا
3143- وَعَن أبي سعيد رَضِي الله عَنهُ أَن رجلا قدم من نَجْرَان إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَعَلِيهِ خَاتم من ذهب فَأَعْرض عَنهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَقَالَ إِنَّك جئتني وَفِي يدك جَمْرَة من نَار

رَوَاهُ النَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩১৪৩ | মুসলিম বাংলা