আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০৮৯
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
সুগন্ধি ব্যবহার করে এবং অলংকার সজ্জিত হয়ে স্বামীদের ঘর থেকে স্ত্রীদের বের হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩০৮৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে নারী সুগন্ধি মাখে, সে যেন আমাদের সাথে ইশার সালাত আদায় না করে। আবু নাকলের বর্ণনায় العشاء স্থলে العشاء الآخرة রয়েছে।
(আবু দাউদ ও নাসাঈ (র) বর্ণনা করেন। ইমাম নাসাঈ (র) বলেন: ইয়াযীদ ইবনে মুসায়ফা (র) বিশর ইবনে
সাঈদ হতে আবূ হুরায়রা (রা) সূত্রে মুত্তবা'আত রূপে আমার জানামতে কোন বর্ণনা নেই। ইয়াকুব ইবনে আবদুল্লাহ্ ইবনে আশাজ্জ (র) যায়নাব সাকাফীয়া হতে উক্ত সূত্রের বিপরীত বর্ণনা করেন। এরপর তিনি বিশর হতে, তিনি যায়নাব হতে বিভিন্ন সনদে বর্ণনা করেন।)
كتاب النكاح
ترهيب الْمَرْأَة أَن تخرج من بَيتهَا متعطرة متزينة
3089- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَيّمَا امْرَأَة أَصَابَت
بخورا فَلَا تشهدن مَعنا الْعشَاء
قَالَ أَبُو نقل الْآخِرَة

رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَقَالَ لَا أعلم أحدا تَابع يزِيد بن خصيفَة عَن بشر بن سعيد على قَوْله عَن أبي هُرَيْرَة وَقد خَالفه يَعْقُوب بن عبد الله بن الْأَشَج
رَوَاهُ عَن زَيْنَب الثقفية ثمَّ سَاق حَدِيث بشر عَن زَيْنَب من طرق بِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান