আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩০৮৮
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
সুগন্ধি ব্যবহার করে এবং অলংকার সজ্জিত হয়ে স্বামীদের ঘর থেকে স্ত্রীদের বের হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩০৮৮. হযরত মূসা ইবনে ইয়াসার (রা) থেকে বর্ণিত। এক মহিলা আবূ হুরায়রা (রা)-এর নিকট দিয়ে পথ অতিক্রম করে। তিনি তাকে বললেনঃ হে পরাক্রমশালী আল্লাহর দাসী। তুমি কোথায় যেতে চাও? সে বলল: মসজিদের দিকে। তিনি বললেন: সুগন্ধি মেখে? সে বলল: হাঁ। তিনি বললেন: তুমি ফিরে যাও এবং গোসল করে নাও। কেননা, আমি রাসূলুল্লাহ(ﷺ)-কে বলতে শুনেছি। যে নারী সুগন্ধি মেখে মসজিদের দিকে যায় অথচ তার শরীর থেকে সুগন্ধি ছড়িয়ে পড়ে, সে যতক্ষণে গোসল না করে নেবে, আল্লাহ্ তার কোন সালাত কবুল করবে না।
(ইবনে খুযায়মার সহীহ্ গ্রন্থে বর্ণিত। তিনি বলেন:
إيجاب الغسل على المطيبة للخروج إلى المسجد، ونفى قبول صلاتها إن صلت قبل أن تغتسل
"সুগন্ধি মেখে মসজিদের উদ্দেশ্যে বের হলে গোসল করে নেয়া ওয়াজিব এবং গোসলের পূর্বে তার কোন সালাত (আল্লাহর নিকট) কবুল হবে না। যদিও হাদীসটির সনদ সূত্র বিশুদ্ধ হয়।
হাফিয মুনযিরী (র) বলেন, এই হাদীসটি মুত্তাসিল। তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত। আমর ইবনে হাশিম বৈরুতী একজন বিশ্বস্ত লোক। তার ব্যাপারে সমালোচনা থাকলেও তা দোষের পর্যায়ে পড়ে না। আবু দাউদ ও ইবনে মাজা আসিম ইবনে উবায়দুল্লাহ্ সূত্রে এ হাদীসটি বর্ণনা করেন। কারো কারো মতে, তিনি সমালোচিত। তবে এ সমালোচনা গ্রহণযোগ্য নয়। কেননা, সুগন্ধি দূরীভূতি করার জন্যই গোসেলের নির্দেশ দেওয়া হয়েছে।
আল্লাহ সর্বজ্ঞ।)
(ইবনে খুযায়মার সহীহ্ গ্রন্থে বর্ণিত। তিনি বলেন:
إيجاب الغسل على المطيبة للخروج إلى المسجد، ونفى قبول صلاتها إن صلت قبل أن تغتسل
"সুগন্ধি মেখে মসজিদের উদ্দেশ্যে বের হলে গোসল করে নেয়া ওয়াজিব এবং গোসলের পূর্বে তার কোন সালাত (আল্লাহর নিকট) কবুল হবে না। যদিও হাদীসটির সনদ সূত্র বিশুদ্ধ হয়।
হাফিয মুনযিরী (র) বলেন, এই হাদীসটি মুত্তাসিল। তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত। আমর ইবনে হাশিম বৈরুতী একজন বিশ্বস্ত লোক। তার ব্যাপারে সমালোচনা থাকলেও তা দোষের পর্যায়ে পড়ে না। আবু দাউদ ও ইবনে মাজা আসিম ইবনে উবায়দুল্লাহ্ সূত্রে এ হাদীসটি বর্ণনা করেন। কারো কারো মতে, তিনি সমালোচিত। তবে এ সমালোচনা গ্রহণযোগ্য নয়। কেননা, সুগন্ধি দূরীভূতি করার জন্যই গোসেলের নির্দেশ দেওয়া হয়েছে।
আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب النكاح
ترهيب الْمَرْأَة أَن تخرج من بَيتهَا متعطرة متزينة
3088- وَعَن مُوسَى بن يسَار رَضِي الله عَنهُ قَالَ مرت بِأبي هُرَيْرَة امْرَأَة وريحها تعصف فَقَالَ لَهَا أَيْن تريدين يَا أمة الْجَبَّار قَالَت إِلَى الْمَسْجِد
قَالَ وتطيبت قَالَت نعم
قَالَ فارجعي فاغتسلي فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا يقبل الله من امْرَأَة صَلَاة خرجت إِلَى الْمَسْجِد وريحها تعصف حَتَّى ترجع فتغتسل
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه
قَالَ بَاب إِيجَاب الْغسْل على المطيبة لِلْخُرُوجِ إِلَى الْمَسْجِد وَنفى قبُول صلَاتهَا إِن صلت قبل أَن تَغْتَسِل إِن صَحَّ الْخَبَر
قَالَ الْحَافِظ إِسْنَاده مُتَّصِل وَرُوَاته ثِقَات وَعَمْرو بن هَاشم الْبَيْرُوتِي ثِقَة وَفِيه كَلَام لَا يضر وَرَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه من طَرِيق عَاصِم بن عبيد الله الْعمريّ وَقد مَشاهُ بَعضهم وَلَا يحْتَج بِهِ وَإِنَّمَا أمرت بِالْغسْلِ لذهاب رائحتها وَالله أعلم
قَالَ وتطيبت قَالَت نعم
قَالَ فارجعي فاغتسلي فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا يقبل الله من امْرَأَة صَلَاة خرجت إِلَى الْمَسْجِد وريحها تعصف حَتَّى ترجع فتغتسل
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه
قَالَ بَاب إِيجَاب الْغسْل على المطيبة لِلْخُرُوجِ إِلَى الْمَسْجِد وَنفى قبُول صلَاتهَا إِن صلت قبل أَن تَغْتَسِل إِن صَحَّ الْخَبَر
قَالَ الْحَافِظ إِسْنَاده مُتَّصِل وَرُوَاته ثِقَات وَعَمْرو بن هَاشم الْبَيْرُوتِي ثِقَة وَفِيه كَلَام لَا يضر وَرَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه من طَرِيق عَاصِم بن عبيد الله الْعمريّ وَقد مَشاهُ بَعضهم وَلَا يحْتَج بِهِ وَإِنَّمَا أمرت بِالْغسْلِ لذهاب رائحتها وَالله أعلم