আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩০৮৭
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
সুগন্ধি ব্যবহার করে এবং অলংকার সজ্জিত হয়ে স্বামীদের ঘর থেকে স্ত্রীদের বের হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩০৮৭. হযরত আবু মূসা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, প্রত্যেক (হারাম) দৃষ্টি বাভিচারী, কোন নারী যখন সুগন্ধি ব্যবহার করে কোন কাওমের নিকট দিয়ে পথ চলে, সেও ঐরূপ অর্থাৎ ব্যভিচারী।
(আবু দাউদ, তিরমিযী, তিনি বলেন, হাসান-সহীহ্। নাসাঈ ইবনে খুযায়মা ও ইবনে হিব্বান নিজ নিজ সহীহ গ্রন্থে নিজ শব্দযোগে বর্ণনা করেন। নবী (ﷺ) বলেছেন, যে নারী সুগন্ধি মেখে কোন কাওমের নিকট দিয়ে এই উদ্দেশ্যে পথ চলে যে, তারা যেন তার ঘ্রাণ পায়, সে ব্যভিচারিনী, তার প্রত্যেক (হারাম) দৃষ্টি ব্যভিচারের অন্তর্ভুক্ত।
হাকিম, তিনি বলেন, হাদীসটি বিশুদ্ধ সনদে বর্ণিত।)
(আবু দাউদ, তিরমিযী, তিনি বলেন, হাসান-সহীহ্। নাসাঈ ইবনে খুযায়মা ও ইবনে হিব্বান নিজ নিজ সহীহ গ্রন্থে নিজ শব্দযোগে বর্ণনা করেন। নবী (ﷺ) বলেছেন, যে নারী সুগন্ধি মেখে কোন কাওমের নিকট দিয়ে এই উদ্দেশ্যে পথ চলে যে, তারা যেন তার ঘ্রাণ পায়, সে ব্যভিচারিনী, তার প্রত্যেক (হারাম) দৃষ্টি ব্যভিচারের অন্তর্ভুক্ত।
হাকিম, তিনি বলেন, হাদীসটি বিশুদ্ধ সনদে বর্ণিত।)
كتاب النكاح
ترهيب الْمَرْأَة أَن تخرج من بَيتهَا متعطرة متزينة
3087- عَن أبي مُوسَى رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كل عين زَانِيَة وَالْمَرْأَة إِذا استعطرت فمرت بِالْمَجْلِسِ كَذَا وَكَذَا يَعْنِي زَانِيَة
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح
وَرَوَاهُ النَّسَائِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صحيحيهم وَلَفْظهمْ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَيّمَا امْرَأَة استعطرت فمرت على قوم ليجدوا رِيحهَا فَهِيَ زَانِيَة وكل عين زَانِيَة
رَوَاهُ الْحَاكِم أَيْضا وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح
وَرَوَاهُ النَّسَائِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صحيحيهم وَلَفْظهمْ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَيّمَا امْرَأَة استعطرت فمرت على قوم ليجدوا رِيحهَا فَهِيَ زَانِيَة وكل عين زَانِيَة
رَوَاهُ الْحَاكِم أَيْضا وَقَالَ صَحِيح الْإِسْنَاد