আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০৮৬
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
বিনা কারণে কোন মহিলা তার স্বামীর কাছে তালাক চাওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩০৮৬. হযরত ইবনে উমার (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নিকট নিকৃষ্টতম হালাল বস্তু হল তালাক। আবু দাউদ ও অপরাপর হাদীস গ্রন্থে বর্ণিত।
(খাত্তাবী (র) বলেন, প্রসিদ্ধ অভিমত হল, মুহারিব ইবনে দিসার (র) সূত্রে নবী (ﷺ) থেকে হাদীসটি মুরসাল।
এই সনদে ইবনে উমার (রা)-এর নাম উল্লেখিত হয়নি। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب النكاح
ترهيب الْمَرْأَة أَن تسْأَل زَوجهَا الطَّلَاق من غير بَأْس
3086- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أبْغض الْحَلَال إِلَى الله الطَّلَاق

رَوَاهُ أَبُو دَاوُد وَغَيره
قَالَ الْخطابِيّ وَالْمَشْهُور فِيهِ عَن محَارب بن دثار عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مُرْسل لم يذكر فِيهِ ابْن عمر وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান