আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩০৮৫
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
বিনা কারণে কোন মহিলা তার স্বামীর কাছে তালাক চাওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩০৮৫. হযরত সাওবান (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন মহিলা অহেতুক তার স্বামীর কাছে তালাক চাইলে তার জন্য জান্নাতের সুগন্ধি হারাম হয়ে যায়।
(আবূ দাউদ, তিরমিযী, তিনি বলেন, হাদীসটি হাসান। ইবনে মাজাহ্ এবং ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। বায়হাকীর এক হাদীসে আছে, তিনি বলেছেন: "যে সকল মহিলা খোলা (তালাক) চায়, তারা মুনাফিক। যে কোন মহিলা তার স্বামীর কাছে কোন কারণ ব্যতিরেকে তালাক চায়, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না, অথবা নবী ريح الجنة ﷺ এর স্থলে- رائحة الجنة বলেছেন।)
(আবূ দাউদ, তিরমিযী, তিনি বলেন, হাদীসটি হাসান। ইবনে মাজাহ্ এবং ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। বায়হাকীর এক হাদীসে আছে, তিনি বলেছেন: "যে সকল মহিলা খোলা (তালাক) চায়, তারা মুনাফিক। যে কোন মহিলা তার স্বামীর কাছে কোন কারণ ব্যতিরেকে তালাক চায়, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না, অথবা নবী ريح الجنة ﷺ এর স্থলে- رائحة الجنة বলেছেন।)
كتاب النكاح
ترهيب الْمَرْأَة أَن تسْأَل زَوجهَا الطَّلَاق من غير بَأْس
3085- عَن ثَوْبَان رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَيّمَا امْرَأَة سَأَلت زَوجهَا طَلاقهَا من غير مَا بَأْس فَحَرَام عَلَيْهَا رَائِحَة الْجنَّة
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَحسنه وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ فِي حَدِيث قَالَ وَإِن المختلعات هن المنافقات وَمَا من امْرَأَة تسْأَل زَوجهَا الطَّلَاق من غير بَأْس فتجد ريح الْجنَّة أَو قَالَ رَائِحَة الْجنَّة
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَحسنه وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ فِي حَدِيث قَالَ وَإِن المختلعات هن المنافقات وَمَا من امْرَأَة تسْأَل زَوجهَا الطَّلَاق من غير بَأْس فتجد ريح الْجنَّة أَو قَالَ رَائِحَة الْجنَّة