আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০৮৪
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
স্বামীর উপর স্ত্রীর এবং মনিবের উপর দাসের প্রতারণার প্রতি ভীতি প্রদর্শন
৩০৮৪. হযরত জাবির (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, ইবলীস পানির উপর তার সিংহাসন স্থাপ্রন করে। এরপর মানুষের মধ্যে ফিতনা-ফাসাদ সৃষ্টির লক্ষ্যে চারদিকে তার সেনাবাহিনী প্রেরণ করে। এদের মধ্যে তার নিকট সর্বাধিক সম্মানিত সেই, যে সর্বাধিক বড় ফিতা সৃষ্টি করতে পারে। তাদের কেউ এসে বলে, আমি এরূপ এরূপ করেছি। সে তখন বলেঃ তুমি কিছুই করনি। এরপর তাদের কেউ এসে বলে। আমি তাকে (মানুষ) ততক্ষণে ছাড়িনি, যতক্ষণে তারও তার স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি না করে দিয়েছি। তখন শয়তান তাকে নৈকট্য দান করে এবং বলে, তুমি কতই উত্তম কাজ করেছে। পরে শয়তান তার সাথে আলিঙ্গন করে।
(মুসলিম ও অপরাপর হাদীস গ্রন্থে বর্ণিত।)
كتاب النكاح
التَّرْهِيب من إِفْسَاد الْمَرْأَة على زَوجهَا وَالْعَبْد على سَيّده
3084- وَعَن جَابر رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن إِبْلِيس يضع عَرْشه على المَاء ثمَّ يبْعَث سراياه فأدناهم مِنْهُ منزلَة أعظمهم فتْنَة يَجِيء أحدهم فَيَقُول فعلت كَذَا وَكَذَا فَيَقُول مَا صنعت شَيْئا ثمَّ يَجِيء أحدهم فَيَقُول مَا تركته حَتَّى فرقت بَينه وَبَين امْرَأَته فيدنيه مِنْهُ وَيَقُول نعم أَنْت فيلتزمه

رَوَاهُ مُسلم وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান