আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০৮৩
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
স্বামীর উপর স্ত্রীর এবং মনিবের উপর দাসের প্রতারণার প্রতি ভীতি প্রদর্শন
৩০৮৩. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন: যে ব্যক্তি কোন মহিলাকে তার স্বামীর ব্যাপারে প্রতারণা করে, অথবা কেউ কোন দাসকে তার মনিবের ব্যাপারে ধোকা দেয়, সে আমার দলভূক্ত নয়।
(আবু দাউদের কয়েকটি বর্ণনায় এটি একটি বর্ণনা। নাসাঈ, ইবনে হিব্‌বানের সহীহ্ গ্রন্থে নিজ শব্দে বলেন: "যে ব্যক্তি কাউকে তার পরিবারের ব্যাপারে প্রতারণা করে, সে আমার দলভূক্ত নয়। আর যে ব্যক্তি স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি করে, সেও আমার দলভূক্ত নয়।" তাবারানী তাঁর মুজামুস সাগীর ও আওসাত গ্রন্থে ইবনে উমার (রা)-এর বর্ণিত অনুরূপ হাদীস এবং আবু ই'আলা বর্ণনা করেন। তাবারানী তাঁর আওসাত গ্রন্থে ইবনে আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন যে, আবূ ই'আলা বর্ণিত হাদীসের সকল বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب النكاح
التَّرْهِيب من إِفْسَاد الْمَرْأَة على زَوجهَا وَالْعَبْد على سَيّده
3083- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَيْسَ منا من خبب امْرَأَة على زَوجهَا أَو عبدا على سَيّده

رَوَاهُ أَبُو دَاوُد وَهَذَا أحد أَلْفَاظه وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَلَفظه من خبب عبدا على أَهله فَلَيْسَ منا وَمن أفسد امْرَأَة على زَوجهَا فَلَيْسَ منا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط بِنَحْوِهِ من حَدِيث ابْن عمر وَرَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من حَدِيث ابْن عَبَّاس ورواة أبي يعلى كلهم ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান