আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০৮২
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
স্বামীর উপর স্ত্রীর এবং মনিবের উপর দাসের প্রতারণার প্রতি ভীতি প্রদর্শন
৩০৮২. হযরত বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি দীনের ব্যাপারে শপথ করে, সে আমার দলভূক্ত নয় এবং যে ব্যক্তি স্বামী ও স্ত্রীর অথবা দাসের ও মনিবের মধ্যে প্রতারণা সৃষ্টি করে, সে আমার অন্তর্ভুক্ত নয়।
(আহমাদ উত্তম সনদে নিজ শব্দযোগে, বাযযার এবং ইবনে হিববান (র) তাঁর সহীহ গ্রন্থে বর্ণনা করেন।)
كتاب النكاح
التَّرْهِيب من إِفْسَاد الْمَرْأَة على زَوجهَا وَالْعَبْد على سَيّده
3082- عَن بُرَيْدَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ منا من حلف بالأمانة وَمن خبب على امرىء زَوجته أَو مَمْلُوكه فَلَيْسَ منا

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح وَاللَّفْظ لَهُ وَالْبَزَّار وَابْن حبَان فِي صَحِيحه
خبب بِفَتْح الْخَاء الْمُعْجَمَة وَتَشْديد الْبَاء الْمُوَحدَة الأولى مَعْنَاهُ خدع وأفسد
tahqiqতাহকীক:তাহকীক চলমান