আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩০৯০
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
সুগন্ধি ব্যবহার করে এবং অলংকার সজ্জিত হয়ে স্বামীদের ঘর থেকে স্ত্রীদের বের হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩০৯০. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসুলুল্লাহ্ (ﷺ) মসজিদে বসা ছিলেন। এমতাবস্থায় মুযায়না গোত্রীয় এক মহিলা সুসজ্জিতা অবস্থায় মসজিদে প্রবেশ করে। নবী (ﷺ) বললেনঃ হে সাহাবীগণ! তোমরা তোমাদের নারীদের সুসজ্জিতা ও অলংকৃতাবস্থায় মসজিদে আসতে নিষেধ করবে।
কেননা, বনী ইসরাঈল যতক্ষণ না তাদের নারীদের মসজিদে এনেছে, তার পূর্বে তাদের প্রতি লা'নত দেওয়া হয়নি।
(ইবনে মাজাহ্ বর্ণিত।
(হাফিয মুনযিরী (র) বলেন,) নারীদের নিজ ঘরে সালাত আদায় করার অধ্যায়ে অনেক হাদীস বর্ণিত হয়েছে।)
কেননা, বনী ইসরাঈল যতক্ষণ না তাদের নারীদের মসজিদে এনেছে, তার পূর্বে তাদের প্রতি লা'নত দেওয়া হয়নি।
(ইবনে মাজাহ্ বর্ণিত।
(হাফিয মুনযিরী (র) বলেন,) নারীদের নিজ ঘরে সালাত আদায় করার অধ্যায়ে অনেক হাদীস বর্ণিত হয়েছে।)
كتاب النكاح
ترهيب الْمَرْأَة أَن تخرج من بَيتهَا متعطرة متزينة
3090- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت بَيْنَمَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم جَالس فِي الْمَسْجِد دخلت امْرَأَة من مزينة ترفل فِي زِينَة لَهَا فِي الْمَسْجِد فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَا أَيهَا النَّاس انهوا نساءكم عَن لبس الزِّينَة والتبختر فِي الْمَسْجِد فَإِن بني إِسْرَائِيل لم يلعنوا حَتَّى لبس نِسَاؤُهُم الزِّينَة وتبختروا فِي الْمَسْجِد
رَوَاهُ ابْن مَاجَه
قَالَ الْحَافِظ وَتقدم فِي كتاب الصَّلَاة جملَة أَحَادِيث فِي صلاتهن فِي بُيُوتهنَّ
رَوَاهُ ابْن مَاجَه
قَالَ الْحَافِظ وَتقدم فِي كتاب الصَّلَاة جملَة أَحَادِيث فِي صلاتهن فِي بُيُوتهنَّ