আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩০৫৫
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পিতা ব্যতীত অন্যের প্রতি পিতৃত্বের সম্পর্ক স্থাপন এবং তাকে (পিতা) ব্যতীত অন্য কাউকে অভিভাবক বানানো
৩০৫৫. হযরত আমর ইবনে শু'আয়ব (রা) পর্যায়ক্রমে তাঁর পিতা হতে তিনি তদীয় দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন মানুষের গুনাহগার হওয়ার জন্য বংশ পরিচয় থেকে মুক্তি লাভের চেষ্টা করাই যথেষ্ট, যদিও সে তার দূর সম্পর্কীয় আত্মীয় হয় এবং এমন বংশ পরিচয়ের দাবি করা, যার কোন ভিত্তি নেই।
(আহমাদ, তারাবানীর সাগীর গ্রন্থ এবং আমর সম্পর্কে আলোচনা পরে আসবে।)
(আহমাদ, তারাবানীর সাগীর গ্রন্থ এবং আমর সম্পর্কে আলোচনা পরে আসবে।)
كتاب النكاح
التَّرْهِيب أَن ينتسب الْإِنْسَان إِلَى غير أَبِيه أَو يتَوَلَّى غير موَالِيه
3055- وَعَن عَمْرو بن شُعَيْب عَن أَبِيه عَن جده رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كفى بامرىء تبرؤ من نسب وَإِن دق وادعاء نسب لَا يعرف
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الصَّغِير وَعَمْرو يَأْتِي الْكَلَام عَلَيْهِ
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الصَّغِير وَعَمْرو يَأْتِي الْكَلَام عَلَيْهِ