আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩০৫৬
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পিতা ব্যতীত অন্যের প্রতি পিতৃত্বের সম্পর্ক স্থাপন এবং তাকে (পিতা) ব্যতীত অন্য কাউকে অভিভাবক বানানো
৩০৫৬. হযরত আবদুল্লাহ্ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি নিজ পিতা ব্যতীত অন্যকে পিতা বলে ডাকে, সে জান্নাতের ঘ্রাণ পাবে না অথচ জান্নাতের সুঘ্রাণ সত্তর বছরের অথবা তিনি বলেছেন: সত্তর বছর দূরত্ব থেকে পাওয়া যাবে।
(আহমাদ, ইমাম ইবনে মাজাহ আরো বলেন: জান্নাতের সুঘ্রাণ পাঁচশ' বছরের দূরত্বে থেকে পাওয়া যাবে। আহমাদ ও ইবনে মাজাহ উভয়ের বর্ণনাসূত্র বিশুদ্ধ।
আবদুল কারীম জায়রী (র) একজন বিশ্বস্ত রাবী। ইমাম বুখারী ও মুসলিম (র) উভয় তাঁর বর্ণনা দলীলরূপে গ্রহণ করেন এবং তাঁর সমালোচনার ব্যাপারে কর্ণপাত করেন নি।)
(আহমাদ, ইমাম ইবনে মাজাহ আরো বলেন: জান্নাতের সুঘ্রাণ পাঁচশ' বছরের দূরত্বে থেকে পাওয়া যাবে। আহমাদ ও ইবনে মাজাহ উভয়ের বর্ণনাসূত্র বিশুদ্ধ।
আবদুল কারীম জায়রী (র) একজন বিশ্বস্ত রাবী। ইমাম বুখারী ও মুসলিম (র) উভয় তাঁর বর্ণনা দলীলরূপে গ্রহণ করেন এবং তাঁর সমালোচনার ব্যাপারে কর্ণপাত করেন নি।)
كتاب النكاح
التَّرْهِيب أَن ينتسب الْإِنْسَان إِلَى غير أَبِيه أَو يتَوَلَّى غير موَالِيه
3056- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من ادّعى إِلَى غير أَبِيه لم يرح رَائِحَة الْجنَّة وَإِن رِيحهَا ليوجد من قدر سبعين عَاما أَو مسيرَة سبعين عَاما
رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه إِلَّا أَنه قَالَ وَإِن رِيحهَا ليوجد من مسيرَة خَمْسمِائَة عَام ورجالهما رجال الصَّحِيح وَعبد الْكَرِيم هُوَ الْجَزرِي ثِقَة احْتج بِهِ الشَّيْخَانِ وَغَيرهمَا وَلَا يلْتَفت إِلَى مَا قيل فِيهِ
رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه إِلَّا أَنه قَالَ وَإِن رِيحهَا ليوجد من مسيرَة خَمْسمِائَة عَام ورجالهما رجال الصَّحِيح وَعبد الْكَرِيم هُوَ الْجَزرِي ثِقَة احْتج بِهِ الشَّيْخَانِ وَغَيرهمَا وَلَا يلْتَفت إِلَى مَا قيل فِيهِ