আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০৪৭
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদ
৩০৪৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। যায়নাব বিনত আবু সালামা (রা)-এর নাম ছিল 'বাররা'। তাকে বলা হল, নিজের পবিত্রতা নিজে যাহির করছ? এরপর রাসূলুল্লাহ (ﷺ) তার নাম রাখেন 'যায়নাব'।
(বুখারী, মুসলিম, ইবনে মাজাহ ও অপরাপর গ্রন্থে বর্ণিত।)
كتاب النكاح
فصل
3047- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن زَيْنَب بنت أبي سَلمَة كَانَ اسْمهَا برة فَقيل تزكي نَفسهَا فسماها رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم زَيْنَب

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَابْن مَاجَه وَغَيرهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান