আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩০৪৬
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদ
৩০৪৬. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। উমার (রা)-এর এক কন্যাকে 'আসীয়া' নামে ডাকা হত। রাসূলুল্লাহ্ (ﷺ) তার নাম (পরিবর্তন করে) জামীলা (অনিন্দ্য সুন্দরী) রাখেন।
(তিরমিযী ও ইবনে মাজাহ বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেনঃ এ হাদীসটি হাসান। ইমাম মুসলিম (র) ও সংক্ষেপে এই হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন: রাসূলুল্লাহ্ (ﷺ) আসীয়ার নাম পরিবর্তন করে দিয়েছেন। তিনি বলেন: তুমি (আসীয়া নও বরং) জমীলা।)
(তিরমিযী ও ইবনে মাজাহ বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেনঃ এ হাদীসটি হাসান। ইমাম মুসলিম (র) ও সংক্ষেপে এই হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন: রাসূলুল্লাহ্ (ﷺ) আসীয়ার নাম পরিবর্তন করে দিয়েছেন। তিনি বলেন: তুমি (আসীয়া নও বরং) জমীলা।)
كتاب النكاح
فصل
3034 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن ابْنة لعمر كَانَ يُقَال لَهَا عاصية فسماها رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم جميلَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن
وَرَوَاهُ مُسلم بِاخْتِصَار قَالَ إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم غير اسْم عاصية قَالَ أَنْت جميلَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن
وَرَوَاهُ مُسلم بِاخْتِصَار قَالَ إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم غير اسْم عاصية قَالَ أَنْت جميلَة