আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩০৪৫
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদ
৩০৪৫. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) মন্দনাম পরিবর্তন করে রাখতেন।
(তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেনঃ আবু বকর ইবনে নাফি এবং উমার ইবনে আলী (র) এই হাদীস সম্পর্কে বলেনঃ হিশাম ইবনে উরওয়া থেকে তাঁর পিতার সূত্রে নবী (ﷺ) থেকে মুরসাল সূত্রে বর্ণিত। এ বর্ণনায় আয়েশা (রা)-এর নামের উল্লেখ নেই।)
(তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেনঃ আবু বকর ইবনে নাফি এবং উমার ইবনে আলী (র) এই হাদীস সম্পর্কে বলেনঃ হিশাম ইবনে উরওয়া থেকে তাঁর পিতার সূত্রে নবী (ﷺ) থেকে মুরসাল সূত্রে বর্ণিত। এ বর্ণনায় আয়েশা (রা)-এর নামের উল্লেখ নেই।)
كتاب النكاح
فصل
3045- عَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يُغير الِاسْم الْقَبِيح
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ قَالَ أَبُو بكر بن نَافِع وَرُبمَا قَالَ عمر بن عَليّ فِي هَذَا الحَدِيث هِشَام بن عُرْوَة عَن أَبِيه عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مُرْسل وَلم يذكر فِيهِ عَائِشَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ قَالَ أَبُو بكر بن نَافِع وَرُبمَا قَالَ عمر بن عَليّ فِي هَذَا الحَدِيث هِشَام بن عُرْوَة عَن أَبِيه عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مُرْسل وَلم يذكر فِيهِ عَائِشَة