আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩০৪৪
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
উত্তম নাম রাখার প্রতি অনুপ্রেরণা এবং মন্দ নাম রাখার প্রতি নিষেধাজ্ঞা এবং তা পরিবর্তন করে রাখা
৩০৪৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মালিকুল আমলাক (রাজাধিরাজ) নাম
রাখা আল্লাহ্ তা'আলার কাছে সর্বাধিক ঘৃণিত নাম।
অন্য বর্ণনায় আছে, আল্লাহ্ তা'আলা একমাত্র 'বাদশাহ'। সুফিয়ান (র) বলেনঃ উদাহরণ স্বরূপ 'শাহানশাহ'। ইমাম আহমাদ ইবনে হাম্বল (র) বলেন, আমি আবু আমর শায়বানী (র)-এর কাছে خنع। (ঘৃণিত নাম) সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন : أوضح
(বুখারী ও মুসলিম বর্ণিত। মুসলিমের এক বর্ণনায় আছে, কিয়ামতের দিন আল্লাহর কাছে সর্বাপেক্ষা নিকৃষ্ট ঘৃণিত হবে ঐ ব্যক্তি, যার নাম হবে 'শাহানশাহ' (রাজাধিরাজ)। কেননা আল্লাহ্ তা'আলাই একমাত্র বাদশাহ।)
রাখা আল্লাহ্ তা'আলার কাছে সর্বাধিক ঘৃণিত নাম।
অন্য বর্ণনায় আছে, আল্লাহ্ তা'আলা একমাত্র 'বাদশাহ'। সুফিয়ান (র) বলেনঃ উদাহরণ স্বরূপ 'শাহানশাহ'। ইমাম আহমাদ ইবনে হাম্বল (র) বলেন, আমি আবু আমর শায়বানী (র)-এর কাছে خنع। (ঘৃণিত নাম) সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন : أوضح
(বুখারী ও মুসলিম বর্ণিত। মুসলিমের এক বর্ণনায় আছে, কিয়ামতের দিন আল্লাহর কাছে সর্বাপেক্ষা নিকৃষ্ট ঘৃণিত হবে ঐ ব্যক্তি, যার নাম হবে 'শাহানশাহ' (রাজাধিরাজ)। কেননা আল্লাহ্ তা'আলাই একমাত্র বাদশাহ।)
كتاب النكاح
التَّرْغِيب فِي الْأَسْمَاء الْحَسَنَة وَمَا جَاءَ فِي النَّهْي عَن الْأَسْمَاء القبيحة وتغييرها
3044- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن أخنع اسْم عِنْد الله عز وَجل رجل تسمى ملك الْأَمْلَاك
زَاد فِي رِوَايَة لَا ملك إِلَّا الله
قَالَ سُفْيَان مثل شاهنشاه وَقَالَ أَحْمد بن حَنْبَل سَأَلت أَبَا عَمْرو يَعْنِي الشَّيْبَانِيّ عَن أخنع فَقَالَ أوضع
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
وَلمُسلم أَغيظ رجل على الله يَوْم الْقِيَامَة وأخبثه رجل كَانَ تسمى ملك الْأَمْلَاك لَا ملك إِلَّا الله
زَاد فِي رِوَايَة لَا ملك إِلَّا الله
قَالَ سُفْيَان مثل شاهنشاه وَقَالَ أَحْمد بن حَنْبَل سَأَلت أَبَا عَمْرو يَعْنِي الشَّيْبَانِيّ عَن أخنع فَقَالَ أوضع
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
وَلمُسلم أَغيظ رجل على الله يَوْم الْقِيَامَة وأخبثه رجل كَانَ تسمى ملك الْأَمْلَاك لَا ملك إِلَّا الله