আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩০৪৩
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
উত্তম নাম রাখার প্রতি অনুপ্রেরণা এবং মন্দ নাম রাখার প্রতি নিষেধাজ্ঞা এবং তা পরিবর্তন করে রাখা
৩০৪৩. হযরত সামুরা ইবনে জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহর কাছে চারটি বাক্য সর্বাধিক প্রিয়। তা হলঃ ১. সুবাহানাল্লাহ, ২. আল-হামদুলিল্লাহ, ৩. লা-ই-লাহা ইল্লাল্লাহ এবং ৪. আল্লাহু আকবার। এগুলোর যে কোন একটি পাঠ করলে. তোমার কোন ক্ষতি হবে না। তুমি কখনো তোমার ছেলেদের নাম ইয়াসার, রাবাহ্, নাজীহ্ ও আফলাহ্ রেখো না। কেননা, যখন তুমি (তার নাম ধরে) বলবে, অমুক কি আছে? সে সেখানে উপস্থিত না থাকলে কেউ বলবে, 'না'। এ কেবল চারটি নাম, তিনি এর বেশী আমাকে বাড়িয়ে বলেন নি।
(মুসলিম (র) নিজ শব্দযোগে, আবু দাউদ ও তিরমিযী বর্ণিত। ইবনে মাজাহ (র) নিজ শব্দযোগে সংক্ষেপে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (ﷺ) আমাদেরকে আফলাহ, নাফি', রাবাহ এবং ইয়াসার- এই চারটি নাম রাখতে নিষেধ করেছেন।)
(মুসলিম (র) নিজ শব্দযোগে, আবু দাউদ ও তিরমিযী বর্ণিত। ইবনে মাজাহ (র) নিজ শব্দযোগে সংক্ষেপে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (ﷺ) আমাদেরকে আফলাহ, নাফি', রাবাহ এবং ইয়াসার- এই চারটি নাম রাখতে নিষেধ করেছেন।)
كتاب النكاح
التَّرْغِيب فِي الْأَسْمَاء الْحَسَنَة وَمَا جَاءَ فِي النَّهْي عَن الْأَسْمَاء القبيحة وتغييرها
3043- وَعَن سَمُرَة بن جُنْدُب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أحب الْكَلَام إِلَى الله أَربع سُبْحَانَ الله وَالْحَمْد لله وَلَا إِلَه إِلَّا الله وَالله أكبر لَا يَضرك بأيهن بدأت لَا تسمين غلامك يسارا وَلَا رباحا وَلَا نجيحا وَلَا أَفْلح فَإنَّك تَقول أَثم هُوَ فَلَا يكون فَيَقُول لَا إِنَّمَا هن أَربع فَلَا تزيدن عَليّ
رَوَاهُ مُسلم وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه مُخْتَصرا وَلَفظه قَالَ نَهَانَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن نسمي رقيقنا أَرْبَعَة أَسمَاء أَفْلح وَنَافِع ورباح ويسار
رَوَاهُ مُسلم وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه مُخْتَصرا وَلَفظه قَالَ نَهَانَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن نسمي رقيقنا أَرْبَعَة أَسمَاء أَفْلح وَنَافِع ورباح ويسار