আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩০৪২
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
উত্তম নাম রাখার প্রতি অনুপ্রেরণা এবং মন্দ নাম রাখার প্রতি নিষেধাজ্ঞা এবং তা পরিবর্তন করে রাখা
৩০৪২. নবী (ﷺ)-এর সাহাবী আবূ ওয়াহব জুশামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: তোমরা আম্বিয়া কিরামের নামে নাম রাখ। আল্লাহর নিকট আবদুল্লাহ ও আবদুর রহমান নাম সর্বাধিক প্রিয়।
হারিস ও হাম্মাম সর্বাপেক্ষা যথার্থ নাম এবং সবচেয়ে মন্দ নাম হল হারব ও মুররা।
(আবু দাউদ (র) নিজ শব্দযোগে বর্ণনা করেন। নাসাঈ (র) বলেনঃ হারিস ও হাম্মাম সর্বাপেক্ষা যথার্থ নাম।
কেননা, হারিস অর্থ উপার্জনকারী এবং হাম্মাম অর্থঃ যে একটির পর আরেকটি সংকল্প নেয়। প্রত্যেক মানুষ এ দু'টি থেকে মুক্ত নয়।)
হারিস ও হাম্মাম সর্বাপেক্ষা যথার্থ নাম এবং সবচেয়ে মন্দ নাম হল হারব ও মুররা।
(আবু দাউদ (র) নিজ শব্দযোগে বর্ণনা করেন। নাসাঈ (র) বলেনঃ হারিস ও হাম্মাম সর্বাপেক্ষা যথার্থ নাম।
কেননা, হারিস অর্থ উপার্জনকারী এবং হাম্মাম অর্থঃ যে একটির পর আরেকটি সংকল্প নেয়। প্রত্যেক মানুষ এ দু'টি থেকে মুক্ত নয়।)
كتاب النكاح
التَّرْغِيب فِي الْأَسْمَاء الْحَسَنَة وَمَا جَاءَ فِي النَّهْي عَن الْأَسْمَاء القبيحة وتغييرها
3042- وَعَن أبي وهب الْجُشَمِي وَكَانَت لَهُ صُحْبَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تسموا بأسماء الْأَنْبِيَاء وَأحب الْأَسْمَاء إِلَى الله عبد الله وَعبد الرَّحْمَن
وَأصْدقهَا حَارِث وَهَمَّام
وأقبحها حَرْب وَمرَّة
رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَإِنَّمَا كَانَ حَارِث وَهَمَّام أصدق الْأَسْمَاء لَان الْحَارِث هُوَ الكاسب والهمام هُوَ الَّذِي يهم مرّة بعد أُخْرَى وكل إِنْسَان لَا يَنْفَكّ عَن هذَيْن
وَأصْدقهَا حَارِث وَهَمَّام
وأقبحها حَرْب وَمرَّة
رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَإِنَّمَا كَانَ حَارِث وَهَمَّام أصدق الْأَسْمَاء لَان الْحَارِث هُوَ الكاسب والهمام هُوَ الَّذِي يهم مرّة بعد أُخْرَى وكل إِنْسَان لَا يَنْفَكّ عَن هذَيْن