আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩০৪১
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
উত্তম নাম রাখার প্রতি অনুপ্রেরণা এবং মন্দ নাম রাখার প্রতি নিষেধাজ্ঞা এবং তা পরিবর্তন করে রাখা
৩০৪১. হযরত আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: নামসমূহের মধ্যে আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় নাম হল: আবদুল্লাহ ও আবদুর রহমান।
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও ইবনে মাজাহ্ বর্ণিত।)
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও ইবনে মাজাহ্ বর্ণিত।)
كتاب النكاح
التَّرْغِيب فِي الْأَسْمَاء الْحَسَنَة وَمَا جَاءَ فِي النَّهْي عَن الْأَسْمَاء القبيحة وتغييرها
3041- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أحب الْأَسْمَاء إِلَى الله تَعَالَى عبد الله وَعبد الرَّحْمَن
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه