আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ২৯৬৯
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
দীন ও অধিক সন্তান প্রসবিণী মহিলা দেখে বিয়ে করার প্রতি অনুপ্রেরণা
২৯৬৯. হযরত মা'কিল ইবনে ইয়াসার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এসে বলল: আমি এক বংশীয়া, মর্যাদাসম্পন্না ও ধনাঢ্য মহিলার সন্ধান পেয়েছি, কিন্তু সে বন্ধ্যা, আমি কি তাকে বিয়ে করব। তখন তিনি তাকে সে মহিলাকে বিয়ে করতে নিষেধ করেন। সে দ্বিতীয়বার এসে জিজ্ঞেস করলে তিনি তাকে নিষেধ করেন। এরপর তৃতীয়বার সে ব্যক্তি এলে তিনি বললেনঃ তোমরা এমন মহিলাদের বিয়ে করবে, যারা স্বামীদের অধিক মহব্বত করে এবং অধিক সন্তান প্রসব করে। কেননা, আমি (কিয়ামতের দিন) তোমাদের সংখ্যাধিক্যের কারণে (পূর্ববর্তী) উম্মাতের উপর গর্ববোধ করব।
(আবূ দাউদ, নাসাঈ ও হাকিম (র) নিজ শব্দে বর্ণনা করেন এবং তিনি বলেনঃ হাদীসটি সহীহ্ সনদে বর্ণিত।)
(আবূ দাউদ, নাসাঈ ও হাকিম (র) নিজ শব্দে বর্ণনা করেন এবং তিনি বলেনঃ হাদীসটি সহীহ্ সনদে বর্ণিত।)
كتاب النكاح
التَّرْغِيب فِي النِّكَاح سِيمَا بِذَات الدّين الْوَلُود
2969- وَعَن معقل بن يسَار رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله إِنِّي أصبت امْرَأَة ذَات حسب ومنصب وَمَال إِلَّا أَنَّهَا لَا تَلد أفأتزوجها فَنَهَاهُ ثمَّ أَتَاهُ الثَّانِيَة فَقَالَ لَهُ مثل ذَلِك ثمَّ أَتَاهُ الثَّالِثَة فَقَالَ لَهُ تزوجوا الْوَدُود الْوَلُود فَإِنِّي مُكَاثِر بكم الْأُمَم
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد