আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ২৯৭০
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
স্বামীর প্রতি তার স্ত্রীর হক আদায় ও তার প্রতি সদাচরণ এবং স্ত্রীর প্রতি তার স্বামীর হক আদায় ও আনুগত্য করার অনুপ্রেরণা এবং স্বামীর হক বিনষ্ট করা ও বিরোধিতা করার প্রতি ভীতি প্রদর্শন
২৯৭০. (হাফিয মুনযিরী (র) বলেন): "ঋণের প্রতি ভীতি প্রদর্শন" শীর্ষক অনুচ্ছেদ মায়মুন তাঁর পিতার সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, কোন পুরুষ অল্প মহরেই হোক কিংবা বেশী মহরে হোক কোন মহিলাকে বিয়ে করে এবং সে তা আদায় না করার কথা ভাবে এবং স্ত্রীকে এইভাবে ধোকা দিয়ে মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন সে আল্লাহর নিকট ব্যভিচারীরূপে সাক্ষাৎ করবে। আবু হুরায়রা ও সুহায়ব (রা) সূত্রে একই অর্থ সম্বলিত হাদীস পূর্ববর্তী অনুচ্ছেদে আলোচিত হয়েছে।
كتاب النكاح
ترغيب الزَّوْج فِي الْوَفَاء بِحَق زَوجته وَحسن عشرتها وَالْمَرْأَة بِحَق زَوجهَا وطاعته وترهيبها من إِسْقَاطه ومخالفته
2970- قَالَ الْحَافِظ قد تقدم فِي بَاب التَّرْهِيب من الدّين حَدِيث مَيْمُون عَن أَبِيه رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَيّمَا رجل تزوج امْرَأَة على مَا قل من الْمهْر أَو كثر لَيْسَ فِي نَفسه أَن يُؤَدِّي إِلَيْهَا حَقّهَا خدعها فَمَاتَ وَلم يؤد إِلَيْهَا حَقّهَا لَقِي الله يَوْم الْقِيَامَة وَهُوَ زَان
الحَدِيث وَتقدم فِي مَعْنَاهُ أَيْضا حَدِيث أبي هُرَيْرَة وَحَدِيث صُهَيْب الْخَيْر
الحَدِيث وَتقدم فِي مَعْنَاهُ أَيْضا حَدِيث أبي هُرَيْرَة وَحَدِيث صُهَيْب الْخَيْر