আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ২৯৬৮
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
দীন ও অধিক সন্তান প্রসবিণী মহিলা দেখে বিয়ে করার প্রতি অনুপ্রেরণা
২৯৬৮. হযরত আবদুল্লাহ্ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা কেবল মহিলাদের সৌন্দর্য দেখে বিয়ে করবে না, তাহলে অচিরেই তারা তোমাদের ধ্বংসে নিঃপতিত করবে। তোমরা মহিলাদের ধন-সম্পদের আশায় বিয়ে করবে না, তাহলে অচিরেই তারা তোমাদের প্রতি বেপরোয়া হয়ে উঠবে। তোমরা তাদের দীনের বিচারে বিয়ে করবে, যদিও তারা হয় কৃষ্ণকায়, ছেড়া কান বিশিষ্ট দাসী অথচ দীনের বিচারে উত্তম।
(আবদুর রহমান ইবনে যিয়াদ ইবনে আনউম সূত্রে ইমাম ইবনে মাজাহ (র) বর্ণনা করেন।)
(আবদুর রহমান ইবনে যিয়াদ ইবনে আনউম সূত্রে ইমাম ইবনে মাজাহ (র) বর্ণনা করেন।)
كتاب النكاح
التَّرْغِيب فِي النِّكَاح سِيمَا بِذَات الدّين الْوَلُود
2968- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تزوجوا النِّسَاء لحسنهن فَعَسَى حسنهنَّ أَن يرديهن وَلَا تزوجوهن لاموالهن فَعَسَى أموالهن أَن تطغيهن وَلَكِن تزوجوهن على الدّين وَلأمة خرماء سَوْدَاء ذَات دين أفضل
رَوَاهُ ابْن مَاجَه من طَرِيق عبد الرَّحْمَن بن زِيَاد بن أنعم
رَوَاهُ ابْن مَاجَه من طَرِيق عبد الرَّحْمَن بن زِيَاد بن أنعم