আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ২৯৬২
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
দীন ও অধিক সন্তান প্রসবিণী মহিলা দেখে বিয়ে করার প্রতি অনুপ্রেরণা
২৯৬২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ অবশ্যক মনে করেন। তারা হলো: আল্লাহর পথে মুজাহিদ ব্যক্তি, মুকাতাব গোলাম, যে তার মুক্তিপণ আদায় করার ইচ্ছা করে এবং বিবাহকারী, যে পূতপবিত্র জীবন কামনা করে।
(ইমাম তিরমিযী (র) নিজ শব্দযোগে বর্ণনা করেন। তিনি বলেন: এই হাদীসটি হাসান-সহীহ্ এবং ইবনে হিব্বান তাঁর সহীহ গ্রন্থে বর্ণনা করেন এবং হাকিমও। হাকিম (র) বলেন, মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি
সহীহ।)
(ইমাম তিরমিযী (র) নিজ শব্দযোগে বর্ণনা করেন। তিনি বলেন: এই হাদীসটি হাসান-সহীহ্ এবং ইবনে হিব্বান তাঁর সহীহ গ্রন্থে বর্ণনা করেন এবং হাকিমও। হাকিম (র) বলেন, মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি
সহীহ।)
كتاب النكاح
التَّرْغِيب فِي النِّكَاح سِيمَا بِذَات الدّين الْوَلُود
2962- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة حق على الله عونهم الْمُجَاهِد فِي سَبِيل الله وَالْمكَاتب الَّذِي يُرِيد الْأَدَاء والناكح الَّذِي يُرِيد العفاف
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَابْن حبَان لَهُ فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَابْن حبَان لَهُ فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم