আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ২৯৬১
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
দীন ও অধিক সন্তান প্রসবিণী মহিলা দেখে বিয়ে করার প্রতি অনুপ্রেরণা
২৯৬১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ্ তা'আলা যাকে সতী-সাধ্বী নারী দান করেন, তাকে তিনি দীনী কাজের (উৎকর্ষ সাধনের জন্যই) সাহায্য করেন। কাজেই, সে যেন অবশিষ্ট অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করে।
(তাবারানীর আওসাত গ্রন্থ, হাকিম, বায়হাকী (র) বর্ণিত। হাকিম (র) বলেন: হাদীসটি বিশুদ্ধ সনদে বর্ণিত। বায়হাকী শরীফের অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: “বান্দা যখন বিয়ে করল, তখন সে তার ঈমান অর্ধেক পূরণ করে নিল। অতএব, সে অবশিষ্ট অর্ধেকের ব্যাপারে যেন আল্লাহকে ভয় করে"।)
(তাবারানীর আওসাত গ্রন্থ, হাকিম, বায়হাকী (র) বর্ণিত। হাকিম (র) বলেন: হাদীসটি বিশুদ্ধ সনদে বর্ণিত। বায়হাকী শরীফের অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: “বান্দা যখন বিয়ে করল, তখন সে তার ঈমান অর্ধেক পূরণ করে নিল। অতএব, সে অবশিষ্ট অর্ধেকের ব্যাপারে যেন আল্লাহকে ভয় করে"।)
كتاب النكاح
التَّرْغِيب فِي النِّكَاح سِيمَا بِذَات الدّين الْوَلُود
2961- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من رزقه الله امْرَأَة صَالِحَة فقد أَعَانَهُ على شطر دينه فليتق الله فِي الشّطْر الْبَاقِي
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْحَاكِم وَمن طَرِيقه للبيهقي وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
وَفِي رِوَايَة الْبَيْهَقِيّ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا تزوج العَبْد فقد اسْتكْمل نصف الدّين فليتق الله فِي النّصْف الْبَاقِي
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْحَاكِم وَمن طَرِيقه للبيهقي وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
وَفِي رِوَايَة الْبَيْهَقِيّ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا تزوج العَبْد فقد اسْتكْمل نصف الدّين فليتق الله فِي النّصْف الْبَاقِي