আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ২৯৬৩
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
দীন ও অধিক সন্তান প্রসবিণী মহিলা দেখে বিয়ে করার প্রতি অনুপ্রেরণা
২৯৬৩. হযরত আবু নাজীহ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যার বিয়ে করার সামার্থা থাকা সত্ত্বেও বিয়ে করে না, সে আমার দলভূক্ত নয়।
(তাবারানী (র) উত্তম সনদে বর্ণনা করেন এবং বায়হাকী (র) বলেন, হাদীসটি মুরসাল। হযরত আবু নাজীহ্ (রা)-এর নাম ইয়াসার। তিনি আবদুল্লাহ্ ইবনে আবু নাজীহ মাক্কীর পিতা।)
(তাবারানী (র) উত্তম সনদে বর্ণনা করেন এবং বায়হাকী (র) বলেন, হাদীসটি মুরসাল। হযরত আবু নাজীহ্ (রা)-এর নাম ইয়াসার। তিনি আবদুল্লাহ্ ইবনে আবু নাজীহ মাক্কীর পিতা।)
كتاب النكاح
التَّرْغِيب فِي النِّكَاح سِيمَا بِذَات الدّين الْوَلُود
2963- وَعَن أبي نجيح رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من كَانَ مُوسِرًا لَان ينْكح ثمَّ لم ينْكح فَلَيْسَ مني
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَالْبَيْهَقِيّ وَهُوَ مُرْسل وَاسم أبي نجيح يسَار بِالْيَاءِ الْمُثَنَّاة تَحت وَهُوَ وَالِد عبد الله بن أبي نجيح الْمَكِّيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَالْبَيْهَقِيّ وَهُوَ مُرْسل وَاسم أبي نجيح يسَار بِالْيَاءِ الْمُثَنَّاة تَحت وَهُوَ وَالِد عبد الله بن أبي نجيح الْمَكِّيّ