আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ২৯৫৮
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
দীন ও অধিক সন্তান প্রসবিণী মহিলা দেখে বিয়ে করার প্রতি অনুপ্রেরণা
২৯৫৮. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে সফরে থাকাকালে এ আয়াত وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ الايه ("যারা সোনা ও রূপা সঞ্চয় করে) নাযিল হয়েছে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর এক সাহাবী বলেন: আয়াতটি সোনা রূপার ব্যাপারে নাযিল হয়েছে। কাজেই, আমরা যদি জানতাম কোন সম্পদ উত্তম, তাহলে তা গ্রহণ করতাম। তিনি বললেন: উত্তম সম্পদ হলো আল্লাহর যিকর সমৃদ্ধ যবান, শোকরওযার অন্তর এবং মু'মিন স্ত্রী, যে তাকে তার ঈমানের কাজে সহযোগিতা করে।
(ইবনে মাজাহ ও তিরমিযী (র) বর্ণিত।
ইমাম তিরমিযী (র) বলেন হাদীসটি হাসান। তিনি আরো বলেনঃ আমি হাদীসটি সম্পর্কে মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (র)-এর কাছে জানতে চাইলাম যে, সালিম ইবনে আবুল জা'দ কি হাদীসটি সাওবান থেকে শুনেছেন? তিনি বললেন: না।)
كتاب النكاح
التَّرْغِيب فِي النِّكَاح سِيمَا بِذَات الدّين الْوَلُود
2958- وَعَن ثَوْبَان رَضِي الله عَنهُ قَالَ لما نزلت وَالَّذين يكنزون الذَّهَب وَالْفِضَّة التَّوْبَة 43 قَالَ كُنَّا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي بعض أَسْفَاره فَقَالَ بعض أَصْحَابه أنزلت فِي الذَّهَب وَالْفِضَّة لَو علمنَا أَي المَال خير فَنَتَّخِذهُ فَقَالَ أفضله لِسَان ذَاكر وقلب شَاكر وَزَوْجَة مُؤمنَة تعينه على إيمَانه

رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن سَأَلت مُحَمَّد بن إِسْمَاعِيل يَعْنِي البُخَارِيّ فَقلت لَهُ سَالم بن أبي الْجَعْد سمع من ثَوْبَان فَقَالَ لَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান