আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ২৯৫৭
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
দীন ও অধিক সন্তান প্রসবিণী মহিলা দেখে বিয়ে করার প্রতি অনুপ্রেরণা
২৯৫৭. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: যাকে চারটি বস্তু দান করা হয়েছে, তাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করা হয়েছে। তা হলো: ১. শোকরগুযার অন্তর, ২. আল্লাহর যিকর সমৃদ্ধ যবান, ৩. শরীরের উপর আপতিত বিপদে ধৈর্যধারণ এবং ৪. এমন স্ত্রী, যে তার নিজের এবং তার স্বামীর সম্পদের ব্যাপারে সীমালংঘন করে না।
(তাবারানীর কাবীর ও আওসাত গ্রন্থ এবং উভয়ের সনদে হাদীসটি উত্তম সনদে বর্ণিত।
الحوب : পাপ কাজ।)
كتاب النكاح
التَّرْغِيب فِي النِّكَاح سِيمَا بِذَات الدّين الْوَلُود
2957- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَربع من أعطيهن فقد أعطي خير الدُّنْيَا وَالْآخِرَة قلبا شاكرا وَلِسَانًا ذَاكِرًا وبدنا على الْبلَاء صَابِرًا وَزَوْجَة لَا تبغيه حوبا فِي نَفسهَا وَمَاله

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَإسْنَاد أَحدهمَا جيد
الْحُوب بِفَتْح الْحَاء الْمُهْملَة وتضم هُوَ الْإِثْم
tahqiqতাহকীক:তাহকীক চলমান