আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ২৯৫৬
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
দীন ও অধিক সন্তান প্রসবিণী মহিলা দেখে বিয়ে করার প্রতি অনুপ্রেরণা
২৯৫৬. হযরত আবু উমামা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মু'মিন ব্যক্তি তাকওয়া অর্জনের পর সতী-সাথী স্ত্রী অপেক্ষা উত্তম কিছু লাভ করে না। যদি সে (স্বামী) তাকে (স্ত্রীকে) আদেশ করে, তবে সে মেনে নেয়; যদি সে তার জন্য কোন শপথ করে, তবে তা পূর্ণ করে এবং স্বামী যদি তার কাছ থেকে অনুপস্থিত থাকে, তাহলে সে তার নিজের ও স্বামীর সম্পদের হিফাযত ও কল্যাণ কামনা করে।
(ইমাম ইবনে মাজাহ (র) আলী ইবনে ইয়াযীদ (র) সূত্রে কাসিম থেকে বর্ণনা করেন।)
(ইমাম ইবনে মাজাহ (র) আলী ইবনে ইয়াযীদ (র) সূত্রে কাসিম থেকে বর্ণনা করেন।)
كتاب النكاح
التَّرْغِيب فِي النِّكَاح سِيمَا بِذَات الدّين الْوَلُود
2956- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه كَانَ يَقُول مَا اسْتَفَادَ الْمُؤمن بعد تقوى الله عز وَجل خيرا لَهُ من زَوْجَة صَالِحَة إِن أمرهَا أَطَاعَته وَإِن نظر إِلَيْهَا سرته وَإِن
أقسم عَلَيْهَا أَبرته وَإِن غَابَ عَنْهَا نَصَحته فِي نَفسهَا وَمَاله
رَوَاهُ ابْن مَاجَه عَن عَليّ بن يزِيد عَن الْقَاسِم عَنهُ
أقسم عَلَيْهَا أَبرته وَإِن غَابَ عَنْهَا نَصَحته فِي نَفسهَا وَمَاله
رَوَاهُ ابْن مَاجَه عَن عَليّ بن يزِيد عَن الْقَاسِم عَنهُ