আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ২৯৩৮
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
বিবাহ অধ্যায় এবং এর সংশ্লিষ্ট বিষয়।
চোখ নিম্নগামী করার প্রতি অনুপ্রেরণা এবং অবাধ চলাফেরা, বেগানা মহিলার সাথে নির্জনবাস এবং তাকে স্পর্শ করার প্রতি ভীতি প্রদর্শন
২৯৩৮. হযরত উবাদা ইবনে সামিত (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের ছয়টি বস্তুর যিম্মাদার হবে, আমাকে এ কথা দাও, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের যিম্মাদার হব। তা হল: ১. তোমরা সত্য কথা বলবে, ২. তোমরা অঙ্গীকার করলে তা পূরা করবে, ৩. তোমাদের নিকট আমানত রাখা হবে তা আদায় করবে, ৪. তোমাদের গুপ্তাঙ্গ সংরক্ষণ করবে, ৫. তোমাদের চোখ নিম্নগামী রাখবে এবং ৬. তোমাদের হাত সংযত রাখবে।
(আহমাদ, ইবনে হিব্বানে সহীহ গ্রন্থ ও হাকিম বর্ণিত। তাঁরা সকলে মুত্তালিব ইবনে আবদুল্লাহ্ ইবনে হানতাব থেকে বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটি বিশুদ্ধ সনদে বর্ণিত।
(হাফিয (র) বলেন): তবে, মুত্তালিব (র) উবাদা (র) থেকে এ হাদীস শুনেননি। আল্লাহ্ সর্বজ্ঞ।)
كتاب النكاح
كتاب النِّكَاح وَمَا يتَعَلَّق بِهِ
الترغيب في غض البصر والترهيب من اطلاقه ومن الخلوة بالاجنبية ولمسها
2938- وَعَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اضمنوا لي سِتا من أَنفسكُم
أضمن لكم الْجنَّة اصدقوا إِذا حدثتم وأوفوا إِذا وعدتم وأدوا الْأَمَانَة إِذا ائتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وَكفوا أَيْدِيكُم

رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم كلهم من رِوَايَة الْمطلب بن عبد الله بن حنْطَب عَنهُ وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ بل الْمطلب لم يسمع من عبَادَة وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান