আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ২৯৩৭
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
বিবাহ অধ্যায় এবং এর সংশ্লিষ্ট বিষয়।
চোখ নিম্নগামী করার প্রতি অনুপ্রেরণা এবং অবাধ চলাফেরা, বেগানা মহিলার সাথে নির্জনবাস এবং তাকে স্পর্শ করার প্রতি ভীতি প্রদর্শন
২৯৩৭. হযরত মু'আবিয়া ইবনে হায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিন প্রকার মানুষের চোখ জাহান্নাম দেখবে না, তারা হল ১. যে চোখ আল্লাহর পথে প্রহরায় কাটিয়েছে, ২. যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে এবং ৩. যে চোখ আল্লাহ ঘোষিত নিষিদ্ধ দৃষ্টি থেকে অবনমিত হয়েছে।
(তাবারানী (র) বর্ণিত। তাঁর বর্ণনাকারীগণ সকলেই পরিচিত একমাত্র আবূ হাবীব আনকারী (র) ব্যতীত। তাঁকে কা'নাবী বলা হয়। তবে তাঁর অবস্থা সম্পর্কে আমি অবহিত নই।)
كتاب النكاح
كتاب النِّكَاح وَمَا يتَعَلَّق بِهِ
الترغيب في غض البصر والترهيب من اطلاقه ومن الخلوة بالاجنبية ولمسها
2937- وَعَن مُعَاوِيَة بن حيدة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا ترى أَعينهم النَّار عين حرست فِي سَبِيل الله وَعين بَكت من خشيَة الله وَعين كفت عَن محارم الله

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات معروفون إِلَّا أَن أَبَا حبيب العنقري وَيُقَال لَهُ القنوي لم أَقف على حَاله
tahqiqতাহকীক:তাহকীক চলমান