আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ২৯৩৬
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
বিবাহ অধ্যায় এবং এর সংশ্লিষ্ট বিষয়।
চোখ নিম্নগামী করার প্রতি অনুপ্রেরণা এবং অবাধ চলাফেরা, বেগানা মহিলার সাথে নির্জনবাস এবং তাকে স্পর্শ করার প্রতি ভীতি প্রদর্শন
চোখ নিম্নগামী করার প্রতি অনুপ্রেরণা এবং অবাধ চলাফেরা, বেগানা মহিলার সাথে নির্জনবাস এবং তাকে স্পর্শ করার প্রতি ভীতি প্রদর্শন
২৯৩৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কিয়ামতের দিন সকল চোখ থেকেই পানি করবে। তবে, কেবলমাত্র আল্লাহ ঘোষিত নিষিদ্ধ দৃষ্টি থেকে যে তার চোখ অবনমিত করেছে, যে চোখ আল্লাহর পথে প্রহরায় কাটিয়েছে এবং যে চোখ থেকে আল্লাহর ভয়ে (কমপক্ষে) মাছির মাথার পরিমাণ (একবিন্দু) পানি বেরিয়েছে, তা ব্যতীত।
(ইস্পাহানী (র) বর্ণিত।)
(ইস্পাহানী (র) বর্ণিত।)
كتاب النكاح
كتاب النِّكَاح وَمَا يتَعَلَّق بِهِ
الترغيب في غض البصر والترهيب من اطلاقه ومن الخلوة بالاجنبية ولمسها
الترغيب في غض البصر والترهيب من اطلاقه ومن الخلوة بالاجنبية ولمسها
2936- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كل عين باكية يَوْم الْقِيَامَة إِلَّا عين غضت عَن محارم الله وَعين سهرت فِي سَبِيل الله وَعين خرج مِنْهَا مثل رَأس الذُّبَاب من خشيَة الله
رَوَاهُ الْأَصْبَهَانِيّ
رَوَاهُ الْأَصْبَهَانِيّ