আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৯০৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
গোলামকে আল্লাহ ও তার মনিবের হক আদায়ের প্রতি অনুপ্রেরণা
২৯০৫. হযরত আবু মূসা আশ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি বরেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে দাস তার প্রতিপালকের ইবাদত উত্তমরূপে সম্পাদন করে এবং তার উপর অর্পিত মনিবের হক আদায় করে এবং তার কল্যাণ কামনা করে তার আনুগত্য করে, সে দ্বিগুণ সাওয়াব লাভ করবে।
(বুখারী বর্ণিত।)
(বুখারী বর্ণিত।)
كتاب البيوع
ترغيب الْمَمْلُوك فِي أَدَاء حق الله تَعَالَى وَحقّ موَالِيه
2905- وَعَن أبي مُوسَى الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمَمْلُوك الَّذِي يحسن عبَادَة ربه وَيُؤَدِّي إِلَى سَيّده الَّذِي عَلَيْهِ من الْحق والنصيحة وَالطَّاعَة لَهُ أَجْرَانِ
رَوَاهُ البُخَارِيّ
رَوَاهُ البُخَارِيّ