আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৯০৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
গোলামকে আল্লাহ ও তার মনিবের হক আদায়ের প্রতি অনুপ্রেরণা
২৯০৬. হযরত আবু মুসা আশ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিন ব্যক্তির জন্য রয়েছে দ্বিগুণ পুরস্কার। তারা হল, ১. আহলে কিতাব, যে তার নবীর প্রতি ঈমান রাখে এবং মুহাম্মাদ (ﷺ)-এর প্রতিও ঈমান রাখে, ২. ঐ দাস, যে আল্লাহর হক এবং তার মনিবের হক পুরোপুরি আদায় করে এবং ৩. ঐ ব্যক্তি, যার অধীনে রয়েছে একটি দাসী, সে তাকে দীনি শিষ্টাচার শিক্ষা দিয়েছে এবং উত্তমরূপে শিক্ষা দিয়েছে, এরপর দীনের আহকাম শিক্ষা দিয়েছে এবং উত্তমরূপে শিক্ষা দিয়েছে। পরে তাকে মুক্তি দিয়ে পরিণয় সূত্রে আবদ্ধ করেছে। তার জন্য রয়েছে দ্বিগুণ পুরস্কার।
(বুখারী ও তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র)-এর মতে হাদীসটি হাসান। তবে তিনি নিজ শব্দমালা যোগে বর্ণনা করেন যে, তিন ব্যক্তির জন্য রয়েছে দ্বিগুণ পুরস্কার। তারা হল: ১. ঐ দাস, যে আল্লাহর হক ও তার মনিবের হক পুরোপুরি আদায় করে, তাকে দ্বিগুণ পুরষ্কার দেওয়া হবে; ২. যে ব্যক্তির রয়েছে একজন অনিন্দ্য সুন্দরী দাসী, সে তাকে দীনী শিষ্টাচার শিক্ষা দেয় এবং উত্তমরূপে শিক্ষা দিয়ে তাকে মুক্তি দেয়। এরপর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে বিয়ে করে, তাকেও দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে এবং ৩. ঐ ব্যক্তি, যে পূর্বের আসমানী গ্রন্থের প্রতি ঈমান রাখে, পরে কুরআন নাযিল হলে সে তার প্রতিও ঈমান আনে, তাকে দ্বিগুণ পুরষ্কার দেওয়া হবে।
الوضيئة পূত পবিত্র, অনিন্দ্য সুন্দরী রমণী।)
(বুখারী ও তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র)-এর মতে হাদীসটি হাসান। তবে তিনি নিজ শব্দমালা যোগে বর্ণনা করেন যে, তিন ব্যক্তির জন্য রয়েছে দ্বিগুণ পুরস্কার। তারা হল: ১. ঐ দাস, যে আল্লাহর হক ও তার মনিবের হক পুরোপুরি আদায় করে, তাকে দ্বিগুণ পুরষ্কার দেওয়া হবে; ২. যে ব্যক্তির রয়েছে একজন অনিন্দ্য সুন্দরী দাসী, সে তাকে দীনী শিষ্টাচার শিক্ষা দেয় এবং উত্তমরূপে শিক্ষা দিয়ে তাকে মুক্তি দেয়। এরপর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে বিয়ে করে, তাকেও দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে এবং ৩. ঐ ব্যক্তি, যে পূর্বের আসমানী গ্রন্থের প্রতি ঈমান রাখে, পরে কুরআন নাযিল হলে সে তার প্রতিও ঈমান আনে, তাকে দ্বিগুণ পুরষ্কার দেওয়া হবে।
الوضيئة পূত পবিত্র, অনিন্দ্য সুন্দরী রমণী।)
كتاب البيوع
ترغيب الْمَمْلُوك فِي أَدَاء حق الله تَعَالَى وَحقّ موَالِيه
2906- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَهُم أَجْرَانِ رجل من أهل الْكتاب آمن بِنَبِيِّهِ وآمن بِمُحَمد صلى الله عَلَيْهِ وَسلم وَالْعَبْد الْمَمْلُوك إِذا أدّى حق الله وَحقّ موَالِيه وَرجل كَانَت لَهُ أمة فأدبها فَأحْسن تأديبها وَعلمهَا فَأحْسن تعليمها ثمَّ أعْتقهَا فَتَزَوجهَا فَلهُ أَجْرَانِ
رَوَاهُ البُخَارِيّ وَالتِّرْمِذِيّ وَحسنه وَلَفظه قَالَ ثَلَاثَة يُؤْتونَ أجرهم مرَّتَيْنِ عبد أدّى حق الله وَحقّ موَالِيه فَذَاك يُؤْتى أجره مرَّتَيْنِ وَرجل كَانَت عِنْده جَارِيَة وضيئة فأدبها فَأحْسن تأديبها ثمَّ أعْتقهَا ثمَّ تزَوجهَا يَبْتَغِي بذلك وَجه الله فَذَلِك يُؤْتى أجره مرَّتَيْنِ وَرجل آمن بِالْكتاب الأول ثمَّ جَاءَ الْكتاب الآخر فَآمن بِهِ فَذَلِك يُؤْتى أجره مرَّتَيْنِ
الوضيئة بِفَتْح الْوَاو وَكسر الضَّاد الْمُعْجَمَة ممدودا هِيَ الْحَسَنَة الجميلة النظيفة
رَوَاهُ البُخَارِيّ وَالتِّرْمِذِيّ وَحسنه وَلَفظه قَالَ ثَلَاثَة يُؤْتونَ أجرهم مرَّتَيْنِ عبد أدّى حق الله وَحقّ موَالِيه فَذَاك يُؤْتى أجره مرَّتَيْنِ وَرجل كَانَت عِنْده جَارِيَة وضيئة فأدبها فَأحْسن تأديبها ثمَّ أعْتقهَا ثمَّ تزَوجهَا يَبْتَغِي بذلك وَجه الله فَذَلِك يُؤْتى أجره مرَّتَيْنِ وَرجل آمن بِالْكتاب الأول ثمَّ جَاءَ الْكتاب الآخر فَآمن بِهِ فَذَلِك يُؤْتى أجره مرَّتَيْنِ
الوضيئة بِفَتْح الْوَاو وَكسر الضَّاد الْمُعْجَمَة ممدودا هِيَ الْحَسَنَة الجميلة النظيفة