আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৯০৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
গোলামকে আল্লাহ ও তার মনিবের হক আদায়ের প্রতি অনুপ্রেরণা
২৯০৪. হযরত ইবনে উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: দাস যদি তার মনিবের কল্যাণ কামনা করে এবং আল্লাহর ইবাদত উত্তমরূপে সম্পাদন করে, তাকে দ্বিগুণ সাওয়াব দেওয়া হবে।
(বুখারী, মুসলিম ও আবু দাউদ বর্ণিত।)
كتاب البيوع
ترغيب الْمَمْلُوك فِي أَدَاء حق الله تَعَالَى وَحقّ موَالِيه
2904- عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن العَبْد إِذا نصح لسَيِّده وَأحسن عبَادَة الله فَلهُ أجره مرَّتَيْنِ

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান