আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৯০১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
শ্রমিকের মজুরী আদায়ে গড়িমসি করার প্রতি ভীতিপ্রদর্শন এবং অবিলম্বে তা আদায়ের নির্দেশ
২৯০১. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্ তা'আলা বলেছেন: কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির প্রতিপক্ষ হব। আর যার প্রতিপক্ষ হব, তা হবার মতই হবো। তারা হল ১. ঐ ব্যক্তি, যে আমার নামে প্রতিজ্ঞা করে তা ভঙ্গ করে, ২. ঐ ব্যক্তি, যে স্বাধীন মানুষ বিক্রি করে তার মূল্য ভোগ করে এবং ৩. ঐ ব্যক্তি, যে কোন লোককে মজুর খাটিয়ে তার থেকে কাজ পুরাপুরি আদায় করল, অথচ তাকে তার পারিশ্রমিক দিল না।
(বুখারী, ইবনে মাজাহ ও অপরাপর হাদীস বর্ণিত।)
كتاب البيوع
التَّرْهِيب من منع الْأَجِير أجره وَالْأَمر بتعجيل إِعْطَائِهِ
2901- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ قَالَ الله تَعَالَى ثَلَاثَة أَنا خصمهم يَوْم الْقِيَامَة وَمن كنت خَصمه خصمته رجل أعْطى بِي ثمَّ غدر وَرجل بَاعَ حرا فَأكل ثمنه وَرجل اسْتَأْجر أَجِيرا فاستوفى مِنْهُ وَلم يُعْطه أجره

رَوَاهُ البُخَارِيّ وَابْن مَاجَه وَغَيرهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান