আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৯০২
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
শ্রমিকের মজুরী আদায়ে গড়িমসি করার প্রতি ভীতিপ্রদর্শন এবং অবিলম্বে তা আদায়ের নির্দেশ
২৯০২. হযরত ইবনে উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন। তোমরা শ্রমিকের গায়ের মাম শুকাবার আগেই তার মজুরী দিয়ে দাও।
(ইমাম ইবনে মাজাহ (র) আবদুর রহমান ইবনে যায়দ ইবনে আসলাম (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বিশ্বস্ত
লোক। ইবনে আলী (র) বলেন। তাঁর হাদীস হাসান, তবে কারো দ্বিমত থাকলেও অনেকে তাঁকে বিশ্বস্ত মনে করেন এবং তাঁর হাদীস লেখা হয়েছে। অবশিষ্ট বর্ণনাকারীগণ বিশ্বস্ত। ওয়াহাব ইবনে সাঈদ ইবনে আতীয়া আস-সালামী, তাঁর প্রকৃত নাম আবদুল ওয়াহাব। ইবনে হিব্বানের মতে তিনি বিশ্বস্ত।)
كتاب البيوع
التَّرْهِيب من منع الْأَجِير أجره وَالْأَمر بتعجيل إِعْطَائِهِ
2902- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أعْطوا الْأَجِير أجره قبل أَن يجِف عرقه

رَوَاهُ ابْن مَاجَه من رِوَايَة عبد الرَّحْمَن بن زيد بن أسلم وَقد وثق
قَالَ ابْن عدي أَحَادِيثه حسان وَهُوَ مِمَّن احتمله النَّاس وَصدقه بَعضهم وَهُوَ مِمَّن يكْتب
حَدِيثه انْتهى
وَبَقِيَّة رُوَاته ثِقَات ووهب بن سعيد بن عَطِيَّة السّلمِيّ اسْمه عبد الْوَهَّاب وَثَّقَهُ ابْن حبَان وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান