আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৯০০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অহংকার ও প্রাচুর্যের নিমিত্তে প্রয়োজনের অতিরিক্ত বাড়ীঘর নির্মাণ করার প্রতি ভীতি প্রদর্শন
২৯০০. হযরত আম্মার ইবনে আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, কেউ যখন তার দালানের উচ্চতা সাত হাত করে তখন তাকে (আসমান থেকে) ডেকে বলা হয়, হে জঘন্য পাপী। তুমি কত উঁচু করতে চাও।
(ইবন আবুদ দুনিয়ার এটি মাওকুফ সনদে বর্ণনা করেন। কতকে একে মারফু' বলেন, তবে তা বিশুদ্ধ অভিমত নয়।)
كتاب البيوع
التَّرْهِيب من الْبناء فَوق الْحَاجة تفاخرا وتكاثرا
2900- وَعَن عمار بن عَامر رَضِي الله عَنهُ قَالَ إِذا رفع الرجل بِنَاء فَوق سبع أَذْرع نُودي يَا أفسق الْفَاسِقين إِلَى أَيْن

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا عَلَيْهِ وَرَفعه بَعضهم وَلَا يَصح
tahqiqতাহকীক:তাহকীক চলমান