আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৯৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অহংকার ও প্রাচুর্যের নিমিত্তে প্রয়োজনের অতিরিক্ত বাড়ীঘর নির্মাণ করার প্রতি ভীতি প্রদর্শন
২৮৯৯. হযরত হাসান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মসজিদ তৈরী কালে বললেন: তোমরা তা মুসা (আ)-এর আরীশের ন্যায় তৈরী করো। হাসান (রা)-কে জিজ্ঞাসা করা হল, মূসা (আ)-এর আরীশ কি?
তিনি বললেন: যার ছাদ হাত দ্বারা ধরা যায়।
(ইবনে আবুদ দুনিয়ার এটি মুরসাল সনদে বর্ণনা করেন, তবে এতেও বিতর্ক রয়েছে।)
তিনি বললেন: যার ছাদ হাত দ্বারা ধরা যায়।
(ইবনে আবুদ দুনিয়ার এটি মুরসাল সনদে বর্ণনা করেন, তবে এতেও বিতর্ক রয়েছে।)
كتاب البيوع
التَّرْهِيب من الْبناء فَوق الْحَاجة تفاخرا وتكاثرا
2899- وَعَن الْحسن رَضِي الله عَنهُ قَالَ لما بنى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمَسْجِد
قَالَ ابنوه عَرِيشًا كعريش مُوسَى
قيل لِلْحسنِ وَمَا عَرِيش مُوسَى قَالَ إِذا رفع يَده بلغ الْعَريش يَعْنِي السّقف
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مُرْسلا وَفِيه نظر
قَالَ ابنوه عَرِيشًا كعريش مُوسَى
قيل لِلْحسنِ وَمَا عَرِيش مُوسَى قَالَ إِذا رفع يَده بلغ الْعَريش يَعْنِي السّقف
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مُرْسلا وَفِيه نظر