আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮৯৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অহংকার ও প্রাচুর্যের নিমিত্তে প্রয়োজনের অতিরিক্ত বাড়ীঘর নির্মাণ করার প্রতি ভীতি প্রদর্শন
২৮৯৫. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, প্রত্যেক সৎকাজ মাত্রই সাদাকা। লোকে তার পরিবারের জন্য যা ব্যয় করে, তা তার জন্য সাদাকারূপে লেখা হয়। যা দ্বারা লোকের ইযযত আবরু সংরক্ষিত হয়, তা তার জন্য সাদাকারূপে লেখা হয়। মু'মিন ব্যক্তি তার খাদ্য সামগ্রী থেকে যা ব্যয় করে তাও সাদাকা। তার উত্তর সূরীরা আল্লাহর যিম্মায় রয়েছে, আল্লাহ তার যামিনদার। তবে একমাত্র ইমারত অথবা নাফরমানী ব্যতীত।
(দারুকুতনী ও হাকিম (র) উভয়ে আবদুল হামীদ ইবনে হাসান হেলালী (র) মুহাম্মদ ইবনে মুনকাদির হতে বর্ণনা করেন। হাকিম (র) বলেন, হাদীসটি সনদ সূত্র ও বিশুদ্ধ।)
كتاب البيوع
التَّرْهِيب من الْبناء فَوق الْحَاجة تفاخرا وتكاثرا
2895- وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كل مَعْرُوف صَدَقَة وَمَا أنْفق الرجل على أَهله كتب لَهُ صَدَقَة وَمَا وقى بِهِ الْمَرْء عرضه كتب لَهُ بِهِ صَدَقَة وَمَا أنْفق الْمُؤمن من نَفَقَة فَإِن خلفهَا على الله وَالله ضَامِن إِلَّا مَا كَانَ فِي بُنيان أَو مَعْصِيّة

رَوَاهُ الدَّارَقُطْنِيّ وَالْحَاكِم كِلَاهُمَا عَن عبد الحميد بن الْحسن الْهِلَالِي عَن مُحَمَّد بن الْمُنْكَدر عَنهُ وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ وَيَأْتِي الْكَلَام على عبد الْوَاحِد

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবারবর্গের পেছনে অর্থব্যয়কে সদাকা সাব্যস্ত করেছেন। অর্থাৎ তাতে সদাকার ছাওয়াব পাওয়া যায়।
সুবহানাল্লাহ! মহান আল্লাহ কতইনা দয়াময়। পরিবার-পরিজনের পেছনে মানুষ স্বভাবতই ব্যয় করে থাকে। এ ব্যাপারে অবহেলা করে ঘোর নিষ্ঠুর কিংবা চরম উদাসীন প্রকৃতির লোক। এরকম লোক ছাড়া প্রায় সকলেই নিজ মনের আনন্দ ও পরিতৃপ্তির জন্যই বিবি-বাচ্চার জন্য টাকা-পয়সা খরচ করে এবং তাদের জন্যই আয় রোযগার করে। তো যে কাজটি মানুষ স্বভাবতই মনের আগ্রহে করে থাকে তাতেও সদাকার ছাওয়াব পাওয়া যায়।
আবার এভাবেও চিন্তা করা যায় যে, পরিবার-পরিজনের পেছনে ব্যয় করা প্রত্যেকের অবশ্যকর্তব্য। শরীআত এটাকে ওয়াজিব করেছে। তাদের পেছনে ব্যয় করার দ্বারা ওয়াজিব আদায় ও কর্তব্য পালন হয়। তো যে ব্যয়ের দ্বারা কর্তব্য পালন হয় তাতে ছাওয়াবের প্রশ্ন কী? কিন্তু আল্লাহ তাআলা এতেও ছাওয়াব রেখেছেন। এটা কেবলই তাঁর রহমত ও দয়া। এর জন্য তাঁর হাজারও শোকর।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. পরিবার-পরিজনের পেছনে টাকা-পয়সা খরচ করা কেবল দুনিয়াবী কাজ নয়; এটা ছাওয়াবের কাজও বটে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান