আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৯৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অহংকার ও প্রাচুর্যের নিমিত্তে প্রয়োজনের অতিরিক্ত বাড়ীঘর নির্মাণ করার প্রতি ভীতি প্রদর্শন
২৮৯৬. হারিসা ইবনে মাযরাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, খুবাব (রা)-এর শরীরে সাতটি ফোস্কা পড়ায় আমরা তাঁকে সেবা করতে গেলাম। তিনি বললেন, দীর্ঘ দিন যাবত আমি রোগাক্রান্ত। আমি যদি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এই কথা বলতে না শুনতাম যে, তোমরা মৃত্যু কামনা করো না, তাহলে অবশ্যই আমি (মৃত্যু) কামনা করতাম। তিনি আরো বললেন: লোকে যা ব্যয় করে, তার প্রতিদান তাকে দেওয়া হবে, তবে মাটি ব্যতীত অথবা তিনি বলেছেন: দালান-কোঠা ব্যতীত।
(তিরমিযী (র) বর্ণিত তিনি বলেন, অত্র হাদীসটি হাসান-সহীহ্।)
(তিরমিযী (র) বর্ণিত তিনি বলেন, অত্র হাদীসটি হাসান-সহীহ্।)
كتاب البيوع
التَّرْهِيب من الْبناء فَوق الْحَاجة تفاخرا وتكاثرا
2896- وَعَن حَارِثَة بن مضرب قَالَ أَتَيْنَا خبابا نعوده وَقد اكتوى سبع كيات فَقَالَ لقد تطاول مرضِي وَلَوْلَا أَنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا تَتَمَنَّوْا الْمَوْت لتمنيت وَقَالَ يُؤجر الرجل فِي نَفَقَته كلهَا إِلَّا فِي التُّرَاب أَو قَالَ فِي الْبناء
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح