আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮৯৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অহংকার ও প্রাচুর্যের নিমিত্তে প্রয়োজনের অতিরিক্ত বাড়ীঘর নির্মাণ করার প্রতি ভীতি প্রদর্শন
২৮৯৪. আবুল আলীয়া (র) থেকে বর্ণিত। হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব (রা) (বিনা প্রয়োজনে) একটি কামরা (দালান) তৈরী করেন। তথা নবী (ﷺ) তাকে বলেনঃ তা ধ্বস করে দাও। তিনি বললেনঃ আমি কি তা ধ্বংস করে দেব, না তার বিক্রিত মূল্য দান করে দেব? তিনি বললেনঃ তা ধাংস করে দাও।
(আবু দাউদ (র) তাঁর মারাসীল গ্রন্থে এবং তাবারানী তাঁর কাবীর গ্রন্থে নিজ শব্দে বর্ণনা করেন। তবে এও মুরসাল সনদে উত্তম সূত্রে বর্ণিত।)
كتاب البيوع
التَّرْهِيب من الْبناء فَوق الْحَاجة تفاخرا وتكاثرا
2894- وَعَن أبي الْعَالِيَة أَن الْعَبَّاس بن عبد الْمطلب رَضِي الله عَنهُ بنى غرفَة فَقَالَ لَهُ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم اهدمها فَقَالَ أهدمها أَو أَتصدق بِثمنِهَا فَقَالَ اهدمها

رَوَاهُ أَبُو دَاوُد فِي الْمَرَاسِيل وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَاللَّفْظ لَهُ وَهُوَ مُرْسل جيد الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান