আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৯০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অহংকার ও প্রাচুর্যের নিমিত্তে প্রয়োজনের অতিরিক্ত বাড়ীঘর নির্মাণ করার প্রতি ভীতি প্রদর্শন
২৮৯০. ওয়াসিলা ইবনে আসকা' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: প্রত্যেক বাড়ী ঘরই তার মালিকের জন্য বিপদের কারণ হবে। তবে এরূপ ব্যতীত, এই বলে তিনি তাঁর বাহুর দিকে ইঙ্গিত করেন। প্রত্যেক আলিমের জন্য রয়েছে ভয়াবহ বিপদ, তবে যে আমল করে, সে ব্যতীত।
(তাবারানী (র)-এ অনুরূপ অনেক বর্ণনা রয়েছে।)
(তাবারানী (র)-এ অনুরূপ অনেক বর্ণনা রয়েছে।)
كتاب البيوع
التَّرْهِيب من الْبناء فَوق الْحَاجة تفاخرا وتكاثرا
2890- وَعَن وَاثِلَة بن الْأَسْقَع رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كل بُنيان وبال على صَاحبه إِلَّا مَا كَانَ هَكَذَا وَأَشَارَ بكفه وكل علم وبال على صَاحبه إِلَّا من عمل بِهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ وَله شَوَاهِد
رَوَاهُ الطَّبَرَانِيّ وَله شَوَاهِد