আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৯১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অহংকার ও প্রাচুর্যের নিমিত্তে প্রয়োজনের অতিরিক্ত বাড়ীঘর নির্মাণ করার প্রতি ভীতি প্রদর্শন
২৮৯১. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ বান্দার অনিষ্ট চাইলে তার কাছে ইট ও মাটি আকর্ষণীয় করেন, এমনকি সে দালান-কোঠা গড়ে তোলে।
(তাবারানী মু'জামুল সাগীর, মু'জামুল আওসাত ও মু'জামুল কাবীর- এই তিনটি প্রশ্নে উত্তম সনদে বর্ণনা করেন।)
(তাবারানী মু'জামুল সাগীর, মু'জামুল আওসাত ও মু'জামুল কাবীর- এই তিনটি প্রশ্নে উত্তম সনদে বর্ণনা করেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الْبناء فَوق الْحَاجة تفاخرا وتكاثرا
2891- وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا أَرَادَ الله بِعَبْد شرا خضر لَهُ فِي اللَّبن والطين حَتَّى يَبْنِي
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الثَّلَاثَة بِإِسْنَاد جيد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الثَّلَاثَة بِإِسْنَاد جيد