আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮৮৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অহংকার ও প্রাচুর্যের নিমিত্তে প্রয়োজনের অতিরিক্ত বাড়ীঘর নির্মাণ করার প্রতি ভীতি প্রদর্শন
২৮৮৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। একদা আমরা রাসুলুল্লাহ্ (ﷺ)-এর সাথে বের হলাম। তিনি একটি সুউচ্চ তাঁবু দেখে জিজ্ঞেস করলেন। এটি কি? তাঁর সাহাবাগণ বললেন: এটি অমুক আনসারীর। তিনি নীরব রইলেন এবং মনে মনে ক্ষুব্ধ হলেন, এমন কি তার মালিক এসে লোকদের মাঝে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে সালাম দিল। তিনি তার থেকে বেশ কয়েকবার মুখ ফিরিয়ে নেন, এমন কি সে বুঝতে পারে যে, তিনি তার প্রতি ক্রোধান্বিত হয়েছেন। তাঁর মুখ ফিরিয়ে নেওয়ার বিষয়ে সে সাহাবী কারণ জিজ্ঞাসা করল। সে বলল, আল্লাহর শপথ। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে অসন্তুষ্ট দেখতে পাচ্ছি। তাঁরা বলল, তিনি বেরিয়ে তোমার তাঁবু দেখেন। সে মতে সে তার তাবুতে ফিরে গিয়ে তা গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেয়। পরে রাসূলুল্লাহ (ﷺ) সে পথে বের হন, কিন্তু তা আর দখতে পাননি। তিনি জিজ্ঞেস করলেন, তাঁবুটির কি হলো? তারা বলল, তার মালিক আপনার অসন্তুষ্টির কথা আমাদের কাছে বলেছে। সে মতে, আমরা তাকে (সংশ্লিষ্ট বিষয়ে) অবহিত করলাম। তাই সে তা ধ্বংস করে দিয়েছে। তিনি বললেন, সাবধান! প্রত্যেক ঘর বাড়ীতে রয়েছে মালিকের জন্য ভয়াবহ পরিণাম। তবে সে ঘর ব্যতীত, যার দ্বারা গরম, ঠাণ্ডা ও হিংস্র জন্তুর প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়।
আর দাউদ নিজ শব্দযোগে বর্ণনা করেন। ইবনে মাজাহ নিজ শব্দযোগে সংক্ষেপে বর্ণনা করেন যে, একবার রাসূলুল্লাহ (ﷺ) এক আনসারীর দরজায় অবস্থিত তাঁবুর কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন: এটি কি? তারা বলল: অমুকের তৈরীকৃত তাঁবু (দালান)। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এ ধরনের যা কিছু রয়েছে, কিয়ামতের দিন তা তার মালিকের জন্য বিপদের কারণ হবে। এ সংবাদ আনসারীর কাছে পৌঁছলে সে তা ভেংগে ফেলে। এরপর একদা নবী (ﷺ) ঐ পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তিনি (ﷺ) সেটি দেখতে না পেয়ে জিজ্ঞাসা করলেন, তাঁকে বলা হল, তার (মালিক) কাছে সংবাদ পৌঁছায়, সে তা ধ্বংস করে দিয়েছে। তিনি বললেন: আল্লাহ্ তা'আলা তার প্রতি দয়া করুন, আল্লাহ্ তা'আলা তার প্রতি দয়া করুন।
(ইমাম তাবারানীর সংক্ষেপে উত্তম সনদে বর্ণনা করেন যে, একবার রাসূলুল্লাহ (ﷺ) এক আনসারীর তাঁবুর (দালান) কাছ দিয়ে পথ অতিক্রম করেন। তখন তিনি জিজ্ঞেস করলেন: এটি কি? তারা বলল, তাঁবু। তিনি বললেন: প্রত্যেক দালান-কোঠা, পরে তিনি তাঁর হাত দ্বারা তার মাথার দিকে ইঙ্গিত করে বললেন, এর উপরে হলে তা কিয়ামতের দিন তার মালিকের জন্য বিপদের কারণ হবে।
الا مالا মানুষের তৈরী এমন ঘর, যা দ্বারা গরম, ঠাণ্ডা ও হিংস্র জন্তু ইত্যাদির প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়।)
كتاب البيوع
التَّرْهِيب من الْبناء فَوق الْحَاجة تفاخرا وتكاثرا
2889- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خرج يَوْمًا وَنحن مَعَه فَرَأى قبَّة مشرفة فَقَالَ مَا هَذِه
قَالَ أَصْحَابه هَذِه لفُلَان رجل من الْأَنْصَار فَسكت وَحملهَا فِي نَفسه حَتَّى إِذا جَاءَ صَاحبهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَسلم عَلَيْهِ فِي النَّاس فَأَعْرض عَنهُ صنع ذَلِك مرَارًا حَتَّى عرف الرجل الْغَضَب فِيهِ والإعراض عَنهُ فَشَكا ذَلِك إِلَى أَصْحَابه فَقَالَ وَالله إِنِّي لأنكر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالُوا خرج فَرَأى قبتك فَرجع إِلَى قُبَّته فَهَدمهَا حَتَّى سواهَا بِالْأَرْضِ فَخرج رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذَات يَوْم فَلم يرهَا
قَالَ مَا فعلت الْقبَّة قَالُوا شكا إِلَيْنَا صَاحبهَا إعراضك عَنهُ فَأَخْبَرنَاهُ فَهَدمهَا فَقَالَ أما إِن كل بِنَاء وبال على صَاحبه إِلَّا مَا لَا إِلَّا مَا لَا
رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَابْن مَاجَه أخصر مِنْهُ وَلَفظه قَالَ مر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بقبة على بَاب رجل من الْأَنْصَار فَقَالَ مَا هَذِه قَالُوا قبَّة بناها فلَان فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كل مَا كَانَ هَكَذَا فَهُوَ وبال على صَاحبه يَوْم الْقِيَامَة فَبلغ الْأنْصَارِيّ ذَلِك فوضعها فَمر النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بعد فَلم يرهَا فَسَأَلَ عَنْهَا فَأخْبر أَنه وَضعهَا لما بلغه فَقَالَ يرحمه الله يرحمه الله

وَرَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد مُخْتَصرا أَيْضا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مر ببنية قبَّة لرجل من الْأَنْصَار فَقَالَ مَا هَذِه قَالُوا قبَّة فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم كل بِنَاء وَأَشَارَ بِيَدِهِ على رَأسه أَكثر من هَذَا فَهُوَ وبال على صَاحبه يَوْم الْقِيَامَة
قَوْله إِلَّا مَا لَا أَي إِلَّا مَا لَا بُد مِنْهُ مِمَّا يستره من الْحر وَالْبرد وَالسِّبَاع وَنَحْو ذَلِك
tahqiqতাহকীক:তাহকীক চলমান